আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই কি বিডিআরের নাম পরিবর্তন, না, অন্যকিছু?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

গত ২৫ ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহ এবং বিডিআরের অফিসার সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এ বাহিনীর নাম পরিবর্তনের কথা এখন উঠছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয়ে কয়েক দফায় তদন্তকারী কমিটির রিপোর্ট জমার তারিখ বদলানো হয়েছে। এবং সেই রিপোর্ট প্রকাশ নিয়ে অনেক রকম তালবাহানাও জনগন ঠিকই প্রত্যক্ষ করছে। যা বোঝার জনগন বুঝে নিয়েছে।

দেশ প্রেমিক মনোভাবা সম্পন্ন অনেক মানুষ বিডিআর, আর্মি, পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যেই রয়েছে। এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। এমনি দেশের প্রয়োজনে তারা তাদের জীবন দিতেও প্রস্তুত। আর দুর্নীতিবাজ লোকের সংখ্যা খুবই কম। কিন্তু তাদের চাহিদা বেশী থাকার জন্য তাদের কার্যক্রম সবার চোখে ধরা দ্য়ে।

এর অর্থ এই নয় যে, দেশ প্রেমিক নেই। মাননীয় বানিজ্যমন্ত্রী বলেছেন, "নাম পরিবর্তন করে বিডিআর পুনর্গঠনের মাধ্যমে নতুন সীমান্ত রক্ষী বাহিনী গড়ে তোলা হবে। আমরা বিডিআরের নাম পরিবর্তন করতে চাই। কারণ বিডিআর নামের একটি সংগঠন যে রাষ্ট্রবিরোধী, জাতিবিরোধী, সম্মানবিরোধী ও নিরাপত্তাবিরোধী কাজ করেছে তারপর এই নাম নিয়ে কেউ সম্মানজনকভাবে দায়িত্বপালন করতে পারবে না। সীমান্তকে রক্ষা করার জন্য আমরা একটি নতুন ফোর্স গঠন করছি।

" যে কত গুলো মানুষ যে খারাপ কাজ করেছে তাদের জন্য আর গোটা বাহিনীর দোষ হতে পারে না। বরং বুদ্ধিমানের কাজ হবে সে কয়েকটি লোককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাদবাকী বাহিনীর লোককে সুসংগঠিত করে তাদের কাজ করতে দেয়া। ৫০০ জন বিডিআর সদস্যের জন্য তো আর পুরো বিডিআরকে দোষারোপ কারা উচিত নয়। এখন এই নাম, ড্রেস আর গঠনতন্ত্রের পরিবর্তনের মাধ্যমে সবকিছুই কি পরিবর্তন করে ফেলা হবে? আবার তাদের মূল কাজই চেইঞ্জ করে ফেলা হবে না তো? আবার শুনলাম, ভারত নাকি বিডিআর পূর্নগঠনে সহায়তা করবে। ব্যাপারটা অনেকটা এমন শুনায় যে, বাড়ীর দায়োয়ানকে যাদের ঠেকাবার জন্য নিয়োগ দেয়া হয়, তারই সেই দারোয়ানকেই নিয়োগ দিলো।

রীতিমত হাস্যকর! বিডিআর ডিজি ভারতে গিয়ে, বিডিআর ম্যাসাকার চলাকালীন সময়ে ভারতের সাহায্যের (!) জন্য প্রসংশা করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।