আমাদের কথা খুঁজে নিন

   

ছন্নছাড়া কবিতা

যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনি সে , পথ কুক্কুরের মত সংকোচ সত্রাসে যাবি মিশে। কেন দিনগুলো হয় এমন ? হেমন্তের ঝরা পাতার মত? কেন তারা আসে, ভালোবাসার কুহক দেখিয়ে আবার মিলিয়ে যায় সন্ধ্যা তারার মত ? কেন এই জীবন-- এই ছোট্ট জীবন শুধুই আশার কুহেলিকা ? হতাশার চাদরে কেন ডাকা চারপাশ এই আগল ভেঙ্গে কি বেরুতে পারে কখনো নাকি বৃত্তবন্দী হয়ে বৃত্তের মধ্যেই ঘুরপাক খায়-- আজীবন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।