আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : ছন্নছাড়া কথা

আমার ঘুম না আসা রাতে তোমার ছায়া খেলা করে অন্য ছায়ার সাথে আমি চুপচাপ আঁধারে বসে আছি,গাঢ় অন্ধকার, দূরে খানিকটা আলো । শাহবাগ আমার প্রিয় এলাকা,আর এখন যে বসে আছি বকুলতলায় সেটাও বেশ প্রিয় । আমার রাত্রিলিপি সাধারণত লেখা হয় রাত ৩টার পরে,এখন সময় ৮টার একটু বেশি । লেখা শেষ করে সাইবার ক্যাফেতে বসে পোস্ট করে দেবো এই চিন্তায় মাথায় যা আসছে লিখে যাচ্ছি । শীত বেড়েছে, যতটা না ব্যাপারটা শারীরিক তারচে মনের শীতলতা বেশি ।

কয়েকদিন আগে মনটা আস্তাকুড়ে ফেলে দিয়ে এসেছি তাই হয়তো হৃদয়ের উষ্ণতা নেই । কিছুক্ষণ আগেও স্তব্ধ হয়ে বসেছিলাম, চারুকলায় বসে আছি অশ্রুবিসর্জনের জন্য । আমি একটা শুন্যতার মাঝে বাস করি,এই শুন্যতা একাকীত্বের চেয়েও ভয়ঙ্কর...এই শুন্যতা আমাকে কুড়ে কুড়ে খেয়ে মেরে ফেলেছে,আমি কি ভাবে আছি তা জানিনা ! আমি একজন খুনী হতে চাই,নিজের অনুভূতি আর আবেগগুলোকে খুন করে ফেলে বাঁচতে চাই আর কিচ্ছুনা । আজ ফিরবো রাত করে যে রাতে পিকআপ ভ্যানে করে বরফ শীতল বাতাস ত্বক কেটে ঢুকে যাবে,চুলগুলো আরো এলো হয়ে যাবে । নিজেকে কষ্ট দিতে নয়,মাঝে মাঝে শারীরিক কষ্ট মানসিক কষ্ট ভুলিয়ে দিতে পারে এই কারণে ।

কয়েকদিন আগে অসম্ভব সুন্দর এক পিকআপ ভ্যান জার্নি করেছিলাম,আমার ১৭বছরের জীবনের অন্যতম সেরা জার্নি । অন্যপ্রান্তে দাড়িয়ে থাকা ছেলেটার গিটার বাজছিলো,আমি টুকটাক গুনগুন করেছি,পাল্লা দিয়ে টং দোকানে চা খেয়েছি.... .এত আনন্দের শেষে,হুড়মুড়িয়ে আসা জ্বরটাকেও স্বাগত জানিয়েছি । কোন এক রিকশাভ্রমন ও আমার কাছে অসাধারণ ছিল,প্রথম সবকিছু অনুভূতি অন্যরকম হয় আমারো অন্যরকম লেগেছে,আমার চোখে তৃষ্ণা ছিল.....কিছু স্পর্শ কখনো ভোলা যায় না ! এতকিছুর পরেও হিসাবের খাতায় একটা শুণ্য একে আমি এখন এই নির্জনে বসে আছি । সময়টুকু একটু একটু করে ফুরিয়ে যাক...স্মৃতিগুলো থাক । আমি কোন জেনারে পড়ি না যা মনে আসে তাই লিখে যাই ।

লুতুপুতু কথা লিখতে আমার লজ্জা লাগেনা,আমি অনায়াসে আমার ছ্যাকা খাওয়ার গল্প বলতে পারি । যদি সেটা ঢং হয় আমি নিজেকে ঢঙ্গী বলতে পারি কবি হলে বিশেষ কঠিন শব্দ ব্যবহার করে অন্যভাবে নিজের কষ্ট তুলে ধরতাম । কিন্তু আমি অতি সাধারণ এবং বিশেষত্বহীন । আমার দুঃখের আলাদা বৈশিষ্ট্য নেই,কষ্ট অথবা হৃদয় কোনকিছুর নয়.....একটাই আছে,আমি দূর্বা । শীত বাড়ছে,কুয়াশা পড়ছে....ভার্সিটি এলাকায় ঠাণ্ডা একটু বেশিই ।

রাত অনেক হয়ে গেছে,শুন্যতার স্তুপ জমা হচ্ছে এক এক করে..... উত্‍সর্গ : সোহরাওয়ার্দী উদ্যানে একপিচ্চি ফুলবিক্রেতার কাছে থাকা এক বাবুকে কোলে নিয়েছিলাম আজ,বাবুটার নাম জেসমিন আক্তার । ওর হাত পা ঠাণ্ডা হয়ে ছিল,কোলে এসে খুনসুটি আর আমার চুল ধরে টানাটানি,হাসিটা অনেক পবিত্র । অসম্ভব কিউট বাবুটাকে এই ম্যাড়মেড়ে লেখাটা উত্‍সর্গ করতে চাইনি । কিন্তু আজ হাটতে হাটতে রাস্তায় কাঁদছিলাম,বাবুটার হাসির কথা মনে করে সামলে নিয়েছি নিজেকে । এইতো! ২১ শে জানুয়ারি ২০১২,রাত ১০.৩০ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।