আমাদের কথা খুঁজে নিন

   

শব্দেরা সব ছন্নছাড়া

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

সেদিন বাসে যেতে যেতে শুনলাম-আমরা নাকি সন্ধ্যা হারিয়ে ফেলেছি। মানে বিকালের পর টুপ করে রাত নেমে পড়ে। সন্ধ্যা আর আগের মতো নেই। এইসব শুনতে শুনতে ভাবলাম, কথা মন্দ না। এখন কেমন যেন হঠাৎ করেই রাত নেমে পড়ে।

আমার ক্ষেত্রে অবশ্য রাত নামা মানে কর্মদিবস (!) শুরু। বিষয়টা এমন নয় যে রাতে কোথাও অফিস করছি। তারপরেও রাত মানেই আমার জন্য কাজ করার উত্তম সময়। কাজ বলতেও আহামরি কোন কাজ নয়। এই বই পড়া, গান শোনা, ইন্টারনেটে নতুন নতুন বিষয়ে আর্টিকল খুঁজে বের করা এইসব আর কি! গত একমাসে রোজনামচার পরিবর্তন হয়েছে অনেক।

প্রায়শই সারা রাত জাগি। তারপর খুব সকালে পাড়ার মোড়ের দোকানে নাস্তা করতে যাই। তারপর এসে জানালার পর্দাগুলো সব ঠিকভাবে নামিয়ে দিয়ে ঘর অন্ধকার বানিয়ে ঘুমাতে যাই। ঘুম ভাঙে সেই বিকালে। তারপরেও দেখি রাত নামতে অনেক বাকি।

কোন কোন দিন ঘুরতে বের হয় রাত নামার আগে। তারপর অপেক্ষা করি আরেকটা রাতের। ওহ! গত একমাসে অবশ্য আরেকটা পরিবর্তন হয়েছে। গত একমাসে ব্লগে একটাও পোস্ট নেই আমার! শব্দের পর শব্দ বসাতে গিয়ে কুলিয়ে উঠতে পারি না। শব্দেরা সব কেমন জানি ছন্নছাড়া হয়ে গেছে।

আজকে ভাবলাম একটা গল্প লেখি। অনেক ভেবে গল্পের প্লট সাজালাম। কিন্তু কোথায় কি! গল্প লেখা আজকে হচ্ছে না এইটা মনে হয় নিশ্চিত। শুধু শব্দেরা ছন্নছাড়া না ....সঙ্গে আরো অনেক কিছুই ছন্নছাড়া হয়ে গেল বুঝি!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।