আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতি মধুর,স্মৃতি বিধূর.........

.। চলার পথে পিছন ফিরে তাকানোর অর্থ একটাই যা রেখে এসেছি কিংবা যা রেখে যাচ্ছি তার প্রতি কিছুটা আবেগ আর যৎসামান্য স্নেহ ভালোবাসার পিছুটান। হোক সে কোনো মানুষ কিংবা জড় কোনো বস্তু। সেদিন ইন্টার্ণশীপ ট্রেনিংয়ের সার্টিফিকেটটা নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়ে বেশ খানিকটা রাস্তা চলে এলাম আর মেইন গেটটার কাছে এসে কেন জানি পিছন ফিরে তাকালাম। তখন মনে হল কাজটা করা ঠিক হয়নি ।

কারণ মনের গভীরে কোথায় যেন একটা দুঃখবোধ মাথা চাড়া দিয়ে উঠল। মনে হল আজ থেকে এখানে আমার আর কোনো অধিকার নেই ,আজ থেকে আমি এর অতিথি ,অংশ নয়। আমি তার আতিথিয়তা গ্রহণ করতে পারব কিন্তু কোনো কর্তব্য পালন করতে পারব না। সরকারি চাকরি নিয়ে আবার আমি এখানে আসতে পারব কি-না সেটাও অনিশ্চিত ভবিষ্যৎ। অথচ এই একটা বছর প্রতিটি দিন সকাল থেকে রাত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই কেটেছে।

আর প্রতিদিন সকাল ৭টায় ঘুম থেকে উঠে মনে হতো,ইস্ আর একটু যদি ঘুমোতে পারতাম। আর বোরিং মর্নিং সেশনের কথা মনে হতেই মনটা বিরক্তিতে বিষিয়ে উঠত। বিকেল ডিউটিতে মনে হতো কখন ১০টা বাজবে ,কখন আমার ছুটি মিলবে। নাইট ডিউটিতে মনে হতে সকাল হয় না কেন। একে একে সবাই চলে গেছে যার যার জায়গায়।

আমি ময়মনসিংহের মেয়ে বলে এখানে আছি। সেদিন দেখা হল মিডলেবেল ভাইয়াদের সাথে তবে সেই পরিচিত বন্ধুদের চেনা মুখগুলো আর খুঁজে পাইনি। অনেকের সাথে হয়তো কলিগ হিসেবে কাজ করার সৌভাগ্য হবে না। অনেকের সাথে হয়তো হবে। হঠাৎ হঠাৎ কারো কারো সাথে হয়তো দেখা হবে,মোবাইল ফেসবুকে যোগাযোগ হবে।

কিন্তু ইচ্ছে করলেই ডক্টরস্ রুমের সেই বন্ধু সুলভ পরিবেশটা আর ফিরে পাওয়া যাবে না। অপারেশন থিয়েটারে আর একসাথে কাজ করা হবে না। হাসি,রাগ,অভিমান এই ব্যাপারগুলো ওদের সাথে আর ঘটবে না। কিংবা ওরা কেউ বলবে না তোর তো কাজ অনেক বেশি আমি একটু হেল্প করি। কিংবা চুপচাপ বসে থাকলে কেউ বলবে না,মন খারাপের কারণটা কী বলা যাবে,না-কি অতি গোপনীয়।

ধুমধাম করে পালন করা হবে না আর কারো জন্মদিন। কিংবা এপেনডিসেকটমি করার পর আর কোনো এপেনডিক্স পার্টি হবে না। আবার নতুন করে হয়তো অনেক কিছু হবে সবার জীবনে। তবে মানুষ খুব বিচিত্র প্রাণী আর মানুষের অভিযোজন ক্ষমতা বলতে গেলে অসাধারণ। কিছুদিন পর হয়তো সবাই সবার জায়গায় খুব ভালোভাবে অভিযোজিত হয়ে যাবে।

সবাই ব্যস্ত হয়ে পড়বে নিজের ক্যারিয়ার আর সংসার নিয়ে। আজ থেকে অনেক বছর পর এই স্মৃতির পাশাপাশি আরও অসংখ্য স্মৃতি জমা হবে স্মৃতির ঝুলিতে। নতুন নতুন ঘটনা আর স্মৃতির ভারে আজকের এই স্মৃতিটা হয়তো অনেক নিচে চাপা পড়ে যাবে,খানিকটা রংও চটে যাবে বটে। তখন অনেক কাজের ভিড়ে মনটা যখন বিষন্ন আর অবসন্ন হয়ে যাবে তখন নস্টালজিক মন এই রংচটা স্মৃতিটাকে হয়তো নতুন রঙে রাঙিয়ে দিবে। শামীমা রিমা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.