আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ?

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ? আদিকাল থেকে এই আকুতি মানবতার জন্য। তীব্র শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় জল, স্থল ও আকাশপথে যান চলাচল মারাত্মক বিঘ্ন ঘটছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের ৭.৭ থেকে শনিবার ৬ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে আসলে শুরু হবে তীব্র শৈত্যপ্রবাহ।

তীব্র শীত ও শীতজনিত রোগে কলাপাড়ায় ১ জন, বাউফলে ১ জন, গাইবান্ধায় ২ জন, রংপুরে ২ জন, নীলফামারীতে ৪ জন এবং ঠাকুরগাঁওয়ে ১১ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে গত তিন দিনে শীতে ২২ জনের মৃত্যু হলো। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১ ঘণ্টা এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে ৬ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। এ দুটি রুটের উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হয় শত শত যাত্রী।

রাজশাহী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, সাতৰীরা, খেপুপাড়া ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। ঢাকায় ওই দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৮ ও ১৩.২ ডিগ্রী সেলসিয়াস। আর শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৬.৭ এবং সর্বনিম্ন যশোরে ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়।

আর ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৯.৩ ও ১২ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানায়, আজ রবিবার সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আমরা অনেকেই জানতে পারবোনা কী অসহায় ও মানবেত জীবন যাপন করছে মানুষ। পশু ও মানুষ পর্যুদস্ত তীব্র শীতের কাছে।

আসুন আমাদের যার যা সামর্থ তাই নিয়ে এই শীতে কাতর মানবতার পাশে দাড়াই, মানবতার জয়গান গাই। পশুদের থেকে আলাদা হোক মানবিক জীবন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.