আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর আগে অন্তত একজন রাজনিতীককে মেরে গেলে জীবন সার্থক হোত।

সময় কে জানতে চাই.. খবরটি ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন সবাই। রাজধানীতে আজ সকালে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মতিঝিলে ঘরোয়া হোটেলের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী নিহত হয়েছেন। কয়েকটি স্থানে পুলিশের ভ্যান ও যাত্রীবাহী বাসসহ কমপক্ষে চারটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আরিফ নামে একজন মারা গিয়েছেন বিএনপির ছোড়া ককটেল এ এখবরও কারো অজানা নয়।

যেটা অজানা ছিল সেটা হচ্ছে এই আরিফ। তিনি বিএনপি করতেন না। কোন রাজনীতির সাথেই যুক্ত ছিলেন না। তিনি পেটের দায়ে বের হয়েছিলেন। বের হয়েছিলেন কিছু উপার্জনের আশায় যাতে পরিবার দুবেলা খেটে পারে।

এখন তিনি অজানার দেশে। দোষ কার? বলতে পারবেন? দোষ সরাসরি বিএনপির কর্মীদের বলতে বাধা নেয়। সে সাথে একটু যোগ করে দিলে বলতে পারেন দোষ আমাদের এই অপরাজনিতীর। হরতাল করুন না করুন। আপনাদের কথার কি কোন মুল্য আছে বলে আপনারা মনে করে্ন? তাহলে কেন মিছিমিছি বলতে গিয়েছিলেন আর হরতাল নয়।

হরতাল কি শান্তিপূর্ণ ভাবে করা কখনই সম্ভব নয়? অতিত ইতিহাস বলে না। আপনাদের কাছে হরতাল হল "প্রান নেয়া" তাই নয় কি? কুকুরের লেজ কি কখন সোজা হয়? না তবে একটা আইডিয়া আছে সরাসরি "কেটে ফেলা"। একদিন আমাদের ছেলে মেয়ে আমাদের বাবা মা আমাদের একান্ত আপনজন কিন্তু এই ভাবেই অকালে মারা যেতে পারেন? নিশ্চয়তা কে দিবে? আরিফ কি আমাদের ভাই না? আপনার আপন ভাই যদি এখন এই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখতেন আপনার কি করতে ইচ্ছা হত? আমি নির্দ্বিধাই বলতে পারি "খুন"। হা আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাইতাম। কারন? কে কবে দেখেছে আমাদের আইন ঠিকমত কার বিচার দিয়েছে? সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ধটিয়েও জামিনে ছাড়া পেয়েছেন এ দেশে ভুরি ভুরি আছে।

যদি সন্ত্রাসী হতে পারতাম তাহলে আমার একটাই কাজ থাকত সেটা হল ধরে ধরে এক এক করে আমাদের রাজনিতীকদের হত্যা করা। আফসোস আমি সন্ত্রাসী নয়। আমি একলা পথিক একেলা চলি একেলা ভাবি একেলা মরি। আর এখন মনে হয় মরার আগে যদি একটাকেও মেরে জেতে পারতাম। জীবন সার্থক পরিপূর্ণ হত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.