আমাদের কথা খুঁজে নিন

   

মেজর জলিল : ইগোর লড়াইয়ে বলি এক সাহসী সেক্টর কমান্ডার- আধার কখনো আলোকে আটকে রাখতে পারেনা, তেমনি সত্যকেও মিথ্যা দিয়ে আড়াল করা যায়না !!!

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! মেজর জলিল - মুক্তিযুদ্ধের এক সাহসী সেক্টর কমাণ্ডার। কিন্তু দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের প্রথম দিকে আরেক সেক্টর কমাণ্ডার মেজর মঞ্জুরের নেতৃত্বে গ্রেফতার করা হয় মেজর জলিলকে যা আমাদের জন্য অত্যন্ত দূর্ভাগ্যজনক একটি ঘটনা। তারচেয়ে আরো দূর্ভাগ্যজনক হল এই গ্রেফতারের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ফায়দা লুটছে স্বাধীনতা চক্র। প্রকৃত ঘটনা জানতে মেজর জলিলের একই সাথে গ্রেফতার হওয়া তার তৎকালীন সার্বক্ষণিক সঙ্গী এবং নয় নম্বর সেক্টরের স্টাফ অফিসার ওবায়দুর রহমান মোস্তফা রচিত "মুক্তিযুদ্ধে নবম সেক্টর ও আমার যুদ্ধকথা" বইটির আলোকে লেখা এই পোস্টটি পড়ূন। মেজর জলিল : ইগোর লড়াইয়ে বলি এক সাহসী সেক্টর কমান্ডা - অমি পিয়াল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.