আমাদের কথা খুঁজে নিন

   

অপার্থিব জ্যোৎস্নারা . . .

অন্ধকার রাতে ছুটে যাই চেয়ে দেখি অপার্থিব জ্যোৎস্নারা এসেছে আজ চন্দ্রলোকে গ্রহণ। বহুদিন এরকম একটা রাতের জন্ম দেখি না ; দেখি না রাতের আকাশের সেই সাতটি তারা চুপচাপ বসে থাকি । তক্ষকের চিৎকার শুনি অন্ধকারে কাঠ মালতিরা ও পাশ থেকে হাসে। আমি নক্ষত্র থেকে চন্দ্রলোক দেখি অপার্থিব সেই চন্দ্রলোক রঙ ছড়ায় পৃথিবীকে ভালোবেসে। হলুদ ফুলেরা গন্ধহীন ঘুরে বেড়ায় কালো মেঘের দল ছুটে আসে বুনো মহিষের মতো আমি জীবনানন্দ হয়ে বসে থাকি । সৃষ্টিকাল, জুন ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।