আমাদের কথা খুঁজে নিন

   

নিরপেক্ষ তদন্ত চাই

দেশে বর্তমানে চলছে এক অস্থতিশীল অবস্থা। বিভিন্ন দল বিভিন্ন ইস্যু একে অপরের দিকে চাপাতে চাচ্ছে। কিন্তু বেশির ভাগ ইস্যুই যাচ্ছে জামায়াত-শিবিরের দিকে। যেমন ধরুন ২০১০ সাল থেকে যেগুলো মনে পড়ে রাজশাহি বিশ্ববিদ্যালয় ফারুক হত্যা মামলা, পুলিশের উপর আক্রমন, রাজিব হত্যা, নারায়নগঞ্জে ত্বকি হত্যা, আহাম্মেদ ইমতিয়াজ বুলবুলের ভাই হত্যা সহ বিভিন্ন। কিন্তু প্রশ্নের বিষয় মিডিয়াগুলো ঘট্না ঘটার পর-পরই তাদের দিকে কেন আঙ্গুল তুলছে।

আর সরকারী মহল থেকে বলা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্থ করার যন্যই নাকি এসব ঘটনা ঘটাচ্ছে এরা। এভাবে দিনের পর দিন ইস্যু সৃষ্টি হয় একের পর এক হরতাল তিরি হয়। সমষ্যার সমাধান হয় না। আরো ষড়যন্ত্রের জাল আরো ঘনিবুত হচ্ছে। আর আমার মনেহয় যুদ্ধাপরাধ ইস্যু নয় বরং দলিও স্বার্থে অন্য একটি দলকে নিশিদ্ধ করার জন্য করা হচ্ছে এটা।

তাই বর্তমান পরিস্থিতির জন্য অপরকে দ্বায়ি না করে যারা দ্বায়ি তাদের খুজে বের করা উচিত। আর সরকার যদি তা না করতে পারে তবে ধরে নেয়া উচিত ১)এদেশের আইন রক্ষাকারী বাহিনী এ কাজ করতে অক্ষম। ২) সরকারের তাদের উপর কোন নিয়ন্ত্রন নেই। ৩) যাদের দ্বায়ি করা হচ্ছে তারা ষড়যন্ত্র করছে না বংর করছে একটি বিশেষ মহল। আর এ কাজ করতে পারলেই জনগন নিরাপত্তা পাবে।

জনগন মেরে কখনো জনগনকে নিরাপত্তা দেয়ো যায় না। ...................ধণ্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।