আমাদের কথা খুঁজে নিন

   

নিরপেক্ষ

নিজেকে হয় নাই চেনা

পক্ষ অথবা বিপক্ষ মাঝের জন নিরপেক্ষ পক্ষ তুমি দিবালোকের ন্যায় স্পষ্ট বিপক্ষ তুমিও পক্ষের মতই স্পষ্ট নিরপেক্ষ তোমাকে নিয়েই যত প্রশ্ন তুমি একবার এদিক তো আবার ওদিক তুমি একবার দিক তো আবার বিদিক কখনও সরব কখনও নীরব কখনও তুমি ছন্দ পক্ষ-বিপক্ষের টানাহেঁচড়ায় আবার কখনও রিক্ত তুমি মহা সন্দেহ তুমি যেন স্থির সম্মুখে তুমি নিরীহ তুমি অন্ধকার তুমি ধোকা তুমি যাকে তাকে বানাও বোকা তুমি মুখের বুলি কখনও ফায়দা লূটার ছুরি এখন তুমি সোজা এখনই তুমি বাঁকা তোমার হল কর্ম পক্ষের কালিতে বিপক্ষের খাতায় গোলক ধাঁধাঁ আঁকা তুমি নেই সাতে পাঁচে আবার আছো খানিক আঁচে একটু আধটু করে আছ তুমি সবখানে একটি প্রশ্ন আছে নিরপেক্ষর কাছে মরিচিকা আর তোমার মাঝে পার্থক্য কি কিছু আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।