আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মিনি কবিতা

অপ্রিয় এবং অবাঞ্ছিত... শিশির ভেজা ধানক্ষেতে যখন সূর্যের কিরণ পড়বে আমি তখন বুক ভরে শ্বাস নেব প্রৌঢ় কৃষক কুয়াশার ভেতর যখন খালি পায়ে ক্ষেতে যাবে আমি তার সাথে যাব শহুরে কিশোর পতাকা হাতে রাজপথ দিয়ে ধেয়ে আসবে আমি টলটলে চোখে তা দেখব গাছির কলস ফাঁকা হবে, শেষ হয়ে যাবে সব ভাপা পিঠা আমি উন্মাদ হয়ে স্বাদ নেবো গ্রাম্য কিশোরী উচ্ছ্বল কোলাহল আমি মুগ্ধ শ্রোতা হয়ে শুনব তাও যদি একটুকু স্বাধীনতার অনুভুতি পাই! বিজয় এসেছে, যুদ্ধ যে এখনও বাকী! ১৫ মিনিট মাথা ঘামিয়ে লিখেছি। ভালো হয়নি, না? আমি জানি, এই পোস্টে খুব কম হিট পড়বে। কবিতায় এলার্জি আছে এমন মানুষ তো হাতে গোণা না। তবে কী জানেন, কবিতাটা আমার কাছেই ভাল্লাগেনি, তাই ড্রাফট করতে চাইছিলাম। কবি আখতারুজ্জামান আজাদ বললেন, 'তোমার শেষ লাইনটা ভালো হয়েছে। ১৫ মিনিট নয়, ১৫ দিন, অন্তত ১৫ ঘণ্টা ভেবে লিখতে হবে। এখনই একে 'কবিতা' বোলো না। কবিতা হয়ে উঠতে আরো সময় লাগবে।' বিজয়ের অকৃত্তিম শুভেচ্ছা সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।