আমাদের কথা খুঁজে নিন

   

কর্মফল অবশ্যই ভোগ করতে হবে ; আজ নয়তো ►►►► কাল

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে। -------হাসান হাফিজ চিত্র ১ --------------------------------------------------------------- মিঃ 'X' একজন সরকারি কর্মকর্তা। তিন মাস হলো চাকরি করছেন। তিন মাস হলেও ঘুষ খাওয়াটা আজ থেকে শুরু করেছেন। একটা ফাইল ছাড়তে এক বৃদ্ধ থেকে ২৫হাজার টাকা নিলেন।

সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখেন, তার ছোট বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে। বাচ্চাকে হাসপাতালে নিতে নিতে তিনি ভাবলেন, 'ভাগ্যিস ঘুষ খেয়েছি, নইলে আজ ছেলেকে ভাল হাসপাতালে নিতে পারতাম না। কাল থেকে আরো বেশি করে খেতে হবে। Determined!' ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ চিত্র ২- ---------------------------------------------------------------- মিঃ 'Y' একজন সরকারি কর্মকর্তা। তিন মাস হলো চাকরি করছেন।

তিন মাস হলেও ঘুষ খাওয়াটা আজ থেকে শুরু করেছেন। একটা ফাইল ছাড়তে এক বৃদ্ধ থেকে ২৫হাজার টাকা নিলেন। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখেন, তার ছোট বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে। বাচ্চাকে হাসপাতালে নিতে নিতে তিনি ভাবলেন. 'আজ ঘুষ খেয়েছি বলেই, এ ধরণের বিপদে পড়তে হলো। কাল থেকে আর কোন ঘুষ না।

Determined!' ▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼ Moral: আমাদের কর্মফলগুলি আমরা অবশ্যই পাই। সমস্যা হল ওটা যে কর্মের ফল সেটাই বুঝি না। [সংগৃহীত] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.