আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজির ২৫টি বর্ণ ব্যবহার করে লেখা উপন্যাস

ভাষা ধর্ম বর্ণ আর আভিজাত্যে বিশ্ব আজ বহুধা খণ্ডিত। কেউ প্রথম বিশ্বের, কেউ তৃতীয় বিশ্বের। কেউ হিন্দু কেউ মুসলমান কেউবা হিন্দু.....এত জটিলতায় কাজ নেই। আমি মানুষ এবং একজন বাঙালি এটাই হোক আমার পরিচয়। এতেই আমি গর্বিত।

প্রতিদিন কত নতুন নতুন তথ্য এবং বিষয়ের সাথে পরিচয় হয় আমাদের, এর মধ্য দিয়ে বাড়ে জানার পরিধি, সেই সাথে একটি উপলব্ধি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়, আর তা হলো- জানার শেষ নেই। গতকাল একটি নতুন বিষয় জানলাম এবং চমকিত হলাম। তাই বিষয়টি সবার সঙ্গে শেয়ার করছি| ধরে নিচ্ছি, বিষয়টি অনেকেরই জানা, তারপরও শেয়ার করছি- কারণ আমি কালই জেনেছি তাই এটি আমার কাছে নতুন। মার্কিন লেখক আর্নেস্ট ভিনসেন্ট রাইট (Ernest Vincent Wright) 'Gadsby: Champion of Youth' নামে একটি উপন্যাস রচনা করেন। ১৯৩৯ সালে Wetzel Publishing Co. বইটি প্রকাশ করে।

উপন্যাসটি পঞ্চাশ হাজার একশ দশ (৫০,১১০) শব্দের এবং লেখক অত্যন্ত যতœ এবং বুদ্ধিমত্তার সাথে এমন সব শব্দ চয়ন করেছেন যেগুলো ‘E’ বর্জিত। অর্থাৎ পঞ্চাশ হাজার একশ দশ শব্দের মধ্যে এমন কোনো শব্দ নেই যেখানে ‘E’ বর্ণটি আছে। ইংরেজি বর্ণমালার ২৫টি বর্ণ ব্যবহার করেই তিন তার উপন্যাসটি লিখেছেন কিন্তু এতে তার লেখায় ব্যাকরণগত ভুল, বাক্যের অসামঞ্জস্যতা, ভাব প্রকাশের দুর্বলতা বা ঘাটতি কোথাও পরিলক্ষিত হয়নি। 'Gadsby' উপন্যাসটির প্রথম প্যারাগ্রাফ তুলে দেওয়া হলো- `If youth, throughout all history, had a champion to stand up for it; to show a doubting world that a child can think; and, possibly, do it practically; you wouldn't constantly run across folks today who claim that "a child don't know anything." A child's brain starts functioning at birth; and has, amongst its many infant convolutions, thousands of dormant atoms, into which God has put a mystic possibility for noticing an adult's act, and figuring out its purport.' যে প্রচ্ছদটি সংযোজন করলাম তা ১৯৬৮ সালে পুনর্মূদ্রণের সময়কার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.