আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে।

মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে। আর সেজন্যই একটু ভিন্নধর্মী এই পোষ্ট। ২৬৭ - দিন স্থায়ী হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ ১১১১ - জন বুদ্ধিজীবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যেটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়। ১০০,০০০ - জন সংগঠিত মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধুর ৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা ২০০,০০০ - নারী ও শিশু ধর্ষিত হয় মুক্তিযুদ্ধের সময়কালে অসংগঠিত ও সহযোগী যোদ্ধার সংখ্যা এর কয়েক গুন।

১৭ - ই এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। ১১ - ই জুলাই ১৯৭১, এই দিনে আনুষ্ঠানিকভাবে কর্ণেল ওসমানীর (পরবর্তীকালে জেনারেল) নেতৃত্বে নিয়মিত বাহিনী হিসাবে মুক্তিবাহিনীর যাত্রা শুরু হয়। ৫,০০০ - জন (অন্যূন) যুদ্ধ শিশু (পাক বাহিনীর ধর্ষনের ফলে জন্ম নেয়া) মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে। ২১ - শে নভেম্বর, প্রথমবারের মত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী (মুক্তিবাহিনী) যৌথভাবে হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪৫ - জন নৌসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ-বাহিনী গঠিত হয় ৬৭ - জন বিমানসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয় ৩ - ডিসেম্বর, ভারত সরাসরি মু্ক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা ঘোষণা করে ২৫০,০০০ - মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী (৬ - ১৫ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা ১২৫,০০০ - হানাদার পাকবাহিনীর সংখ্যা যারা ৯ মাস ব্যাপী হত্যা ও ধর্ষন চালিয়েছে । এর মধ্যে ২৫,০০০ জন প‌্যারা মিলিটারী বাকীটা নিয়মিত সেনাবাহিনী।

১৪২৬ - মুক্তিযুদ্ধে জীবন দানকারী ভারতীয় সেনা সদস্যের সংখ্যা ৮.০০০ - যৌথ বাহিনী (মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী) এর হাতে নিহত হানাদার পাকবাহিনীর সংখ্যা ৭ - জন শহীদ মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়। ২২ - জন মুক্তিযোদ্ধাকে ২য় সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরউত্তম খেতাব প্রদান করা হয়। ১১ - টি সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করে মুক্তিবাহিনী স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করে। ১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের বিজয়, স্বপ্নের স্বাধীনতা তথ্যসূত্র - বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন,বিভিন্ন ওয়েবসাইট, গবেষণা পত্র এবং মার্কিন তথ্য আর্কাইভ, http://on.fb.me/vqqYl I। একজন বাঙ্গালী হিসেবে এই সংখ্যাগুলো আমাদের জানা থাকা প্রয়োজন।

অন্যদের জানাতে পোষ্টটা কি শেয়ার করার মতো?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.