আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধকে করেছিলো ???

Look to the light. Follow the light. Learn from the light. ▲

মুক্তিযুদ্ধ করেছিল ছাত্রলীগ, ‘বীর উত্তম’ ‘বীর প্রতীক’ খেতাব পেল সেনাবাহিনী: সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী বলেছেন, মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগকে খেতাব দেওয়া উচিত ছিল। কারণ তারাই জাতিকে সংগঠিত করেছিল, গোটা জাতিকে যুদ্ধে নিয়ে গিয়েছিল। যুদ্ধ করলাম আমরা, আর ‘বীর উত্তম’, ‘বীর প্রতীক’ খেতাব নিয়ে গেল সেনাবাহিনী। এজন্যই জিয়াউর রহমানের উত্থান হয়েছে।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, জিয়াউর রহমানের উত্থানের জন্য আওয়ামী লীগের তখনকার নেতারা দায়ী। বঙ্গবন্ধুর মুখ দিয়ে লালঘোড়া দাবড়ানোর কথা ছড়ানো হয়েছিল। তাঁরা এখানেও আছেন। বুকে ব্যথা নিয়ে সংসদে এসেছি।

১৫৩ আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনার জবাবে বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, এই আসনগুলোতে আবার নির্বাচন হলে আপনারা আসেন।

আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা হারবেন, আমরাই জিতব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.