আমাদের কথা খুঁজে নিন

   

সমৃদ্ধির পথে যেন বাংলায়, বিজয় কেতন উড়ে !!

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! ফিরছিলাম দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ শাবিপ্রবি থেকে । হঠাৎ করে বুম করে বোমা বিষ্ফোরণ। হুরমুর করে কেউ কেউ প্রান বাঁচাতে ছুটছিল । কেউ বলছে গুলি হচ্ছে, কেউ বলে ককটেল বিষ্ফোরণ । আধিপত্য বিস্তারে ছাত্রলীগের দু গ্রুপের মারামারি ।

ছি !! কি লজ্জা !!! সারা বাংলা যখন দেশের শত্রুদের বিরূদ্ধে আন্দোলন করছে, এরা নিজেদের মধ্যে করে গন্ডগোল !! বিকালে ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় আলপনা (যেটি শাবিপ্রবির ছেলেমেয়েরাই করে তাক লাগিয়ে দিয়েছে) দেখতে যাওয়ার... সাথে ছিল রুমমেট কিশোর, সিকৃবি ক্যাম্পাসের ক্লোজড জুনিয়র শুভ-বুরহান, প্রগতিশীল রিকশাওয়ালা বন্ধু আলম ভাই, পুরানো বন্ধু সবুজ, জিগরী দোস্ত রিপন, নতুন বন্ধু সুব্রত, সাংবাদিক বন্ধু সাব্বির। আলপনা দেখে যার পর নাই মুগ্ধ হয়েছি, শহীদ মিনারে বসে আড্ডা দিলাম, আমার কারনে রিপনের পা টা কেটে গিয়েছে (স্যরি দোস্ত), সবুজ হেভি মোটা হয়েছে, আলম ভাই আপনি আসলেই বস। আমরা টিলা পেরিয়ে- বহু পক্ষী জুটি পেরিয়ে একদম মাজারের কাছে গিয়েছিলাম, সূর্যাস্ত দেখলাম, ছবি তোললাম। সুব্রতকে ভেবেছিলাম দুষ্ট হবে কিন্তু ও তো শান্ত ভদ্র। শুভ বুরহান আজ কোন দুষ্টামি করে নাই।

সাব্বির তুমি বিকালটা খুব মিস করলে। সব শেষে দেখা হল কার্টুনিষ্ট বন্ধু মাহির সাথে। ও কে মাঝে মাঝে খুব মিস করি। সব শেষে বলতে চাই- সংঘাত ঐক্যের পথে, হাতে হাত ধরে সমৃদ্ধির পথে যেন বাংলায়, বিজয় কেতন উড়ে !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।