আমাদের কথা খুঁজে নিন

   

পল্লী ডাক্তার !!!!!!!

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। এক গ্রামে এক হাতুরে ডাক্তারের আগমন হল। টার পর শুরু হল আপারেশন .............. (দুক্ষিত কৌশিক ভাই এর পোস্ট এর ছবি ব্যাবহারের জন্য) তার পর সবাই গরিবের বন্ধু ১০ টাকার ডাক্তার কাছে ছোটা ছুটি। সামনে যা পায় তারই আপারেশন শুরু।

এমবিবিএস ডাক্তাররা মিটিং ডাকল । দেখেন এই ভাবে হলে ত আনেক মানুসের সমস্যা আরও বারবে । ওনি ত যানে না আপারেশন এ কি সমস্যা । শিরা ধমনি কেটে যেতে পার আরও অনেক কিছু। এই দিকে আবার এমবিবিএস দের ভাত মাইর।

এমবিবিএস ডাক্তাররা একমত হয়ে হাতুরে ডাক্তারকে এমবিবিএস ডাক্তারি শিখাতে শুরু করল । পরে সে তার সমস্যা গুলো বুঝল এবং সঠিক পদ্ধতিতে ডাক্তরি শুরু করল। *** কি রকম শিক্ষা দেয়া দরকার আমাদের দেশে মানুসকে এবং সরকারকে.......................?????????  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।