আমাদের কথা খুঁজে নিন

   

পল্লী কবি জসীম উদ্দীনের পল্লী কবিতা

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

বাংলাদেশে আমরা রবীন্দ্রনাথ কে বিশ্বকবি, নজরুল কে জাতীয় বা বিদ্রোহী কবি আর জসীম উদ্দীন কে পল্লী কবি হিসেবে জানি। কিন্তু গীতিকার হিসেবে রবীন্দ্রনাথ আর নজরুল কে যতটুকু জানি জসীম উদ্দীন কে তেমন ভাবে সবার হয়তো জানা হয়নি। বাঙ্গালী আর বাংলাদেশী গীতিকবিদের লেখা গান গুলোর মাঝে নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি এবং হাসন রাজার গানের সাথে যেভাবে পরিচিত সেভাবে কিন্তু পল্লী কবি জসীম উদ্দীনের পল্লী গীতি গুলোর সাথে তেমন পরিচিত নই। অথচ আমরা এই ভাটিয়ালী মুর্শিদি গান গুলো ছোট কাল থেকে সবসময়ই শুনে আসছি। জানা হয়নি পল্লী কবির পল্লী গানের এত বড় সম্ভারকে। নিচে আমার জানা পল্লী কবির কতগুলো গান তুলে ধরলাম। ১. নিশিতে যাইও ফুল বনে গো ভোমরা ২. বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে ৩. আমার গলার হার খুলে নেরে ওগো ৪. কেমন তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া ৫. ও আমার দরদী আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় ৬. প্রান সখিরে ওই শোন্‌ কদম্ব তলে বংশী বাজায় কে ৭. উজান গাঙ্গের নাইয়া ৮. আমায় এতো রাতে কেনে ডাক দিলি ৯. আমার বন্ধু বিনোদিয়া রে প্রান বিনোদিয়া ১০. রসুল নামে ১১. আমার হার কালা করলাম রে ১২. নাও আনো রে ভাই ১৩. গহীন গাঙ্গের নাইয়া ১৪. ও তুই যারে আঘাত হানলি ১৫. আমি বায়া যাইয়া কোন ঘাটে ১৬. স্বরুপ তুই বিনে ১৭. ও বাজান চল যাই চল মাটে লাঙ্গল বাইতে ১৮. পেটের জ্বালায় জইলা মইলাম ১৯. আই না রুপে ২০. যোগী ভিক্ষা ধরো ২১. আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে ২২. ছল ছল কল কল নদী করে টলমল ২৩. কি বলিব সোনার চাঁদ ২৪. ও সুজন বন্ধু রে ২৫. জল ভরিতে যায় গো কন্যা ২৬. নদীর কুল নাই কিনার নাই ২৭. তোরা কে কে যাবি লো জল আনতে ২৮. বাবু সেলাম বারেবার ২৯. আগে জানিনারে দয়াল তোর পিরিতে ৩০. আমার সোনার ময়না পাখি ৩১. বৈদেশী কন্যা গো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।