আমাদের কথা খুঁজে নিন

   

ও আমার পরানের প্রিয় রসায়ন

ও আমার পরানের প্রিয় রসায়ান বিভাগ, তুই কেমন আছিস? তোরে তো বড্ড মিস করসি। । । তোর সাথে হাটা হয় না কত বছর ...তোর গ্যালারীতে কত সময় পার করসি...... উফফ ব্যাবহারিক ল্যাব এর ডেস্ক গুলোর উপর কতো বসে ক্লাস ফাকি দিসি। উফফফ সেদিন গুলো......কতো আড্ডা দিতাম, মাঝে মাঝে আবার তোর ভাল এক্সাম দেয়ার চেষ্টা করতাম......।

। হে প্রিয়তমা, তোর নিয়ম মাফিক চলতে আমার খুব আলসেমি লাগতো...কখনওবা সকাল ৮.৩০ টা বাজে চোখের দু পাতা ডলতে ডলতে আস্তাম......তখন খুব ভাল লাগতো যদি টাইম মত এসে উপস্থিতিটা দিতে পারতাম ......। তারপর তোকে ফাঁকি দিয়ে চা নাস্তা খেতে যেতাম...... বড্ড মিস করসি দিন গুলো......। । তোর টেবিল এর উপর কতো কাটা- গোল্লা খেলতাম... তোর নোটিশ বোর্ড এর দিকে তাকিয়ে থাকতাম , তোর খবরা খবর জানার জন্য...... সবসময় চেষ্টা করতাম কিন্তু ওই যে বললাম না আলসেমি......।

। মাঝে মাঝে যখন ক্লাস হত না, হৈ চৈ আর দুষ্টামি করতাম ভীষণ রকম । জানি তোর ভাল লাগতো না। । তুই বিরক্ত বোধ করতি ...।

আবার কখনও কখনও চুপটি করে বৃষ্টি দেখতাম দোতালার বারান্দা থেকে । । দেখতাম আর অনুভূতি গুলো সৃতির পাতায় গেঁথে রাখতাম... বরষ ধারা তোকে ভিজে দিতো... ভিজে যেত ইটের রাস্তা গুলো, রঙ্গন আর ফুলের বাগান; তোর কংক্রিট দেয়াল এর দু ধারে বেড়ে উঠা কৃষ্ণচূড়া আর রাধাচূড়া ......।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।