আমাদের কথা খুঁজে নিন

   

পরানের ময়না পাখি

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ভালবাসার ময়না পাখি ভাল মোরে বাসে, হাজার সুখে পাখি আমার মিষ্টি মিষ্টি হাসে। মায়ার সুরে সোনা পাখি গুনগুন কইরা গায়, গুনগুনানি সেই গানে মন ভোমরা হারায়। শত দুঃখেও পাখি আমায় ছাড়েনাতো কভু, ভালবাসার ময়নার জন্য শুকরিয়া তোমার প্রভু। ময়নার মাঝেই প্রভু আমার বেহেশত আমি পাই, পরকালের শত শাস্তির পরে এই বেহেশতই চাই। আমার দোয়া কবুল কর হে রহিম রহমান, ময়নারে আমার কইরা তুমি পাঠাও ফরমান। ময়না পাখি সোনা পাখি ভালবাসার তরী, বেহেশত আমায় দিছে প্রভু তোমারে আমার করি। পরকালেও তোমারে আমি পাইমু এমনি করে, তখনও তোমায় রাখমু আমি এমনি জড়ায়ে ধরে। কথা দাও প্রাণের বন্ধু থাকবে আমার বুকে, চিরজনম পাশাপাশি থাকবে সুখে-দুখে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।