আমাদের কথা খুঁজে নিন

   

বিবিসির সাথে খালেদার একান্ত সাক্ষাৎকার

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর বিবিসি বাংলার মাসুদ হাসান খানের সাথে টেলিফোনে এক সাক্ষাৎকারে, বিএনপি নেত্রী খালেদা জিয়া তার দলের সংসদ বর্জন, যুদ্ধাপরাধের বিচার, তারেক রহমান এবং টিপাইমুখসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তাঁর অবস্থান নিয়ে খোলাখুলি কথা বলেছেন৻ ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এবং তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে এক প্রশ্নে খালেদা জিয়া তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেন৻ “এই সরকার ভারত বান্ধব হিসেবে পরিচিত৻ একতরফা বিভিন্ন সুবিধে তারা ভারতকে দিয়ে যাচ্ছে৻ আমরা ভেবেছিলাম এতে করেও যদি আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাই৻ প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল৻ কিন্তু কিছুই হলনা“ খালেদা জিয়া বলেন দেশ ও জণগণের স্বার্থে কাজ না করে অন্য দেশের হয়ে কাজ করছে সরকার৻ “দেশের যেটুকু আছে, তলে তলে ভারতের হাতে তুলে দেয়া হচ্ছে৻“ প্রস্তাবিত টিপাইমুখ বাঁধে বাংলাদেশের ক্ষতি হবে না বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আশ্বাসের প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এই আশ্বাসে তাঁর ভরসা নেই৻ “ফারাক্কার কারণে কি হয়েছে দেখুন৻ টিপাইমুখ হলে পূর্বাঞ্চলও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে৻“ বিরোধী নেত্রী বলেন, টিপাইমুখ বাঁধ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দায়িত্ব সরকারকে নিতে হবে৻ তারেক রহমান তারেক রহমান কবে দেশে ফিরে আবার বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত হবেন - এই প্রশ্নে খালেদা জিয়া বলেন, বন্দি অবস্থায় নির্যাতনে মিঃ রহমানের মেরুদন্ডের হাড় এখনো বাঁকা হয়ে রয়েছে৻ তিনি বলেন, তাঁর ছেলের মেরুদন্ডের চিকিৎসা স্থগিত রাখার কোন সুযোগ নেই৻ তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন মামলা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এসব মামলা “সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট৻“ তিনি বলেন, “তত্ত্বাধায়ক সরকার এসব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এই সরকারও ব্যর্থ হবে৻“ কেন সংসদের বাইরে ২০০৭ সালের ১১ই জানুয়ারির পূর্বাপর ঘটনাপ্রবাহ এবং বিএনপির অব্যাহত সংসদ বর্জনের সমস্ত দায় সরকারি দলের ওপর চাপিয়েছেন খালেদা জিয়া৻ বিরোধী নেত্রী বলেন, সরকারি দলের ক্রমাগত উস্কানির কারণেই তারা সংসদে থাকতে পারেননি৻ “নির্বাচন নিরপেক্ষ হবে না জেনেও ২০০৮ সালে নির্বাচন করেছিলাম৻ ভেবেছিলাম অগণতান্ত্রিক কোন সরকারের চেয়ে যে কোন গণতান্ত্রিক সরকারই ভালো৻ প্রথম থেকেই বলেছিলাম সরকারকে সহযোগিতা দেব৻ কিন্তু সরকার প্রথম দিন থেকেই অসহযোগিতা দেখিয়ে চলেছে৻“ উদাহরণ দিতে গিয়ে খালেদা জিয়া বলেন, অতীতের সমস্ত ঐতিহ্য অগ্রাহ্য করে সরকার বিএনপির সদস্যদের সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান টিভিতে সরাসরি দেখায়নি৻ তিনি দাবি করেন, তিন হাজারেরও বেশি নোটিশ দিলেও তার একটিও সরকার গ্রহণ করেনি৻ “বিরোধী দলের নেতা হিসাবে আমি কথা বললে সেটাও টিভিতে প্রচার করা হতনা৻ অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে৻“ “আমরা কথা দিয়েছিলাম আমরা সরকারকে সহযোগিতা করব, গণতন্ত্রকে রক্ষা করব, একসাথে কাজ করব৻ কিন্তু আমাদের তা করতে দেয়া হলনা৻“ ২০০৭ সালের ১১ই জানুয়ারি পরবর্তী ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন খালেদা জিয়া৻ যুদ্ধাপরাধের বিচার যুদ্ধাপরাধের বিচারে তাঁর দল সরাসরি একটি পক্ষ নিচ্ছে, সরকারি দলের এই অভিযোগের প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, যুদ্ধাপরাধের প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা চান তিনি৻ “আমরা কোন পক্ষ নিচ্ছি না৻ আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই৻ তবে এই বিচার হতে হবে আন্তর্জাতিক মান বজায় রেখে৻ বিতর্কিত ব্যক্তিকে বিচারক করে বিচার হয়না৻“ খালেদা জিয়া বলেন, সরকার তার ব্যর্থতা ঢাকতেই মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে৻ অডিও শুনতে-View this link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.