আমাদের কথা খুঁজে নিন

   

দুঃসহ অতীত আর একটা স্বপ্ন দিন

প্রতিটি স্বপ্ন দিন আমার কেটে যায়, কেটে যায় বেলা অবেলা। রাতের স্পর্শটুকু ভুলে যাওয়া অতীত, অতীত, অতীতের সব সময়গুলু। না হবের ধন্ধ আমাকে আদিম জীবন দিয়েছে, পাইনি বলার সাহস কম বলে মেনে নিলাম, বলে দিলাম এমনি হবার কথা ছিল। কেন জানি মনে হয় একটা শব্ধহিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যে সময়ে কেউ আমার নয় আমি কারু নই। আজ জীবন থেকে জীবন উদ্গত, প্রতিটি দিন আমার শঙ্কাহীন মৃত্যু দিন। সময় বড় অসহায় আজকে, তার যেন কিছুই করার নেই আমার জন্য। তোমার হাসি দেখবার মতো শঠ হতে পারিনি বলে, আমি আমার সুন্দর সময়কে তোমায় দিয়ে হারিয়ে যাই। ঘুমের ঘুরের আমার দিন কেটে যায় সাধারণে, ভুল করে ভুলে যাই সব কষ্টের অতীত। নতুন কোন স্বপ্ন সময় আমায় টেনে নেয়, শুনায় নতুন িনের কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.