আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণকলি

নীল পরী কৃষ্ণকলি সায়মা রহমান মিলি দেখিয়াছি আমি কৃষ্ণকলির চোখ ধাধানো রূপ রূপের সাগর ঢালিয়া দিয়াছে নয়তো মায়ার কূপ। আজেকে তারে দেখিয়াছি আমি তটিনীর সেই ঘাটে ভ্রমর কালো কুন্তল তার দুলিতেছে বায়ু বাটে। জরের ঘাটে নামিয়া সেজে আচলা করে পানি সখিদের সে ভিজাইয়া দেয় আপন মনেতে জানি। খেলিতে খেলিতে কখন যেন বেলাটি চলে যায় কপালটি তার পুরিবে এবার কে জানিত হায় হায়। মা হারা সেই কৃষ্ণকলি তাকিত বাপের কাছে আজ থেকে তার বাপটাও যেন পর হয়ে তবে গেছে। আর কোন দিন আসিবেনা ফিরে লক্ষী মাটি বলে আদর করে হাতটি টেনে লইবে না আর কোলে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।