আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে দেখবেন আপনার প্রসেসর 32 bit না 64 bit?

বাজারে সাধারণত দুই ধরণের প্রসেসর পাওয়া যায়, 32 bit ও 64 bit। এটি র‍্যাম আর প্রসেসর এর মধ্যকার data bus width নির্দেশ করে। আপনি যদি একে রাস্তার সাথে তুলনা করেন, তাহলে বলা যায় 32 bit একটা গলি রোড আর 64 bit একটা মেইন রোড। একটা গলির চেয়ে মেইন রোডে যেমন বেশি ট্রাফিক চলতে পারে সেইরকম 32 bit এর চেয়ে 64 bit বাস দিয়ে অনেক বেশি ডাটা ট্রান্সফার করা যায়। কিন্তু এর জন্য উইন্ডোজ সাপোর্ট ও লাগে।

একটা 32 bit প্রসেসর এ শুধু 32 bit windows ইন্সটল করা যায়, যেখানে 64 bit প্রসেসর এ 32bit ও 64 bit দুইটাই ইন্সটল করা যায়। আপনাদের যারা পিসিতে 4gb+ র‍্যাম এবং 32 bit উইন্ডোজ (vista বা 7 ) ব্যবহার করেন তারা দেখেছেন উইন্ডোজ এ 3gb এর বেশি র‍্যাম দেখায় না, কারণ সিস্টেম 3gb এর বেশি র‍্যাম ব্যবহার করতে পারে না। অতিরিক্ত র‍্যাম ব্যবহারের জন্য আপনাকে 64 bit উইন্ডোজ ইন্সটল করতে হবে (এবং প্রসেসর অবশ্যই 64 bit হতে হবে)। যাইহোক, এখন প্রশ্ন হল আপনি কিভাবে বুঝবেন আপনার প্রসেসর 32 bit না 64 bit? এটি দেখার কয়েকটি অপশন আছে। Method 1 : CPU-Z সবচেয়ে নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যাবে আপনি যদি cpu-z নামের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করেন।

সফটওয়্যার এর মধ্যে প্রসেসর ইনফর্মেশন এর জায়গায় আপনার প্রসেসর 32 bit না 64 bit সেটা দেখাবে। CPU-Z নিতে পারবেন এই লিংক থেকে http://www.cpuid.com/softwares/cpu-z.html Method 2 : Experience Index (windows vista/7 only) Control panel এ search বার এ লেখেন "experience index" (without quote)যেসব রেজাল্ট আসবে তার একটাতে লেখা থাকবে "check the windows experience index"। এখানে ক্লিক করুন, এরপর "view and print detailed performance and system information" এ ক্লিক করুন। (আপনার যদি সিস্টেম ইনডেক্স না করা থাকে তাহলে একবার assessment করে নিন, আর যদি হার্ডওয়্যার আপগ্রেড করেন তাহলে re-ran assessment এ ক্লিক করুন। ) এখানে সিস্টেম অংশের নিচের দিকে লেখা থাকবে "64-bit capable", পাশে যদি yes লেখা থাকে তাহলে আপনার প্রসেসর 64 bit, আর no লেখা থাকলে 32 bit।

Method 3 : BIOS আপনার মেইনবোর্ডের BIOS এ সিস্টেম ইনফর্মেশন এ INTEL64/EM64T capable (intel processor) বা AMD64 (amd processor) লেখা থাকলে আপনার প্রসেসরটি 64 bit। এছাড়াও আরো কিছু মেথড আছে, কিন্তু সেসব অনেকসময় কত বিট উইন্ডোজ ইন্সটল করা আছে তার উপর নির্ভর করে। কিভাবে 32 bit উইন্ডোজকে 64 bit করবেন? এর একমাত্র উপায় উইন্ডোজ সেটআপ দেওয়া। Vista/7 সেটআপ দেওয়ার সময় সাধারণত অপশন আসে x86 or x64 উইন্ডোজ। এখানে x86 সিলেক্ট করলে 32 bit ইন্সটল হবে, আর x64 সিলেক্ট করলে 64 bit ইন্সটল হবে।

64 bit উইন্ডোজ সেট আপ দিলে নতুন করে 64 bit ড্রাইভার নিতে হবে, কারণ 32 bit উইন্ডোজ এর ড্রাইভার 64 bit এ চলবে না। কিছু কিছু সফটওয়্যার ইন্সটল এর সময় অপশন আসতে পারে 32 bit না 64 bit, এখানে 64 bit সিলেক্ট করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.