আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন এবং তুমি !!!

আমরা বাস করি সুন্দরের মধ্যে, সুন্দরকে ঘিরে থাকে অসুন্দর। যেমন পুণ্যোর চারদিকে থাকে পাপের শক্ত খোলস। ভাগ্যবান সেইজন যে অসুন্দরের পর্দা ছিঁড়ে সুন্দর দেখে। পুণ্যোর কাছে যায় পাপের শক্ত খোলস ভেঙে। আজ আমি স্বপ্ন দেখি.......... আজ আমি স্বপ্নের মাঝে তোমায় নিয়ে দূর দিগন্তে আলোর দিশা খুঁজি, বন্ধ চোখে অন্ধকারে যেন তোমায় খুঁজে ফিরি।

আজ আমি স্বপ্ন দেখি.......... আজ আমি কালো মেঘের আড়ালে শুভ্রতা কে খুঁজি ফিরি, চাঁদহীন অন্ধকার রাতে আমি জোসনার মুখ দেখি। আজ আমি স্বপ্ন দেখি........... তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমায় সাথে নিয়ে বৃথা স্বপ্নের জাল বুনি। । । বিশেষ দ্রষ্টব্য - আমি ভবঘুরে বালক।

লেখালেখি আমার কাজ না, আমার কাজ হল যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মাঝে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানোর মাঝে সামু ব্লগ পড়ি। এখানে অনেক ভালো ভালো লেখক আছেন, তাদের সুন্দর লেখাগুলোতে কমেন্ট করার জন্য আইডি টা ওপেন করেছি। যদিও দীর্ঘ ৫ মাস পর কমেন্ট করার সুযোগ পেয়েছি। তারপরেও আমি খুশি যে এখন থেকে কমেন্ট করতে পারবো।

যাই হোক আমার লেখা একটা কবিতা দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.