আমাদের কথা খুঁজে নিন

   

সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বিএনপির ছিল উৎকণ্ঠা। দফায় দফায় সংবাদ সম্মেলনে সরকারের তথা নির্বাচন কমিশনকে কটূক্তি। এখন কেন ভিন্ন কথা!

বেপোয়া মানুষ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বিএনপির উৎকণ্ঠার শেষ ছিল না। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা চলাকালে বিরোধীদলীয় নেত্রী কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। একইভাবে গত ১৫ জুন রাতে চার সিটির নির্বাচনের ফলাফল ঘোষণার সময় খালেদা জিয়া নির্বাচন কমিশনার আবু হাফিজের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এবং সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন মনে করছেন। কিন্তু নির্বাচনের দিন তারা দফায় দফায় সংবাদ সম্মেলন করে বলে আসছিলেন যে, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছেনা, তাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আওয়ামী সন্ত্রাসী ক্যাডার দ্বারা ভোট কেন্দ্র দখল করে রেখেছে, প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা সরকার দলের ইত্যাদি ইত্যাদি। নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ না হবে তাহলে তারা কিভাবে জয়ী হল। আর যখন জয়ী হল তখন আবার বলল নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। একজন সাধারণ জনগণ হিসাবে বিরোধীদল তথা বিএনপির নিকট আমার প্রশ্ন আপনারা একমুখে আর কত রকম কথা বলবেন? জনগণকে আর কত বোকা বানাবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.