আমাদের কথা খুঁজে নিন

   

বেহায়া আবুল : আমি খুব ভয়ে আছি..... আপনি ???

আকাশে শান্তি... বাতাসে শান্তি... গত কয়েকদিন ধরেই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছিলো... আজ সকালে উঠে কয়েকটা নিউজ দেখে তা আবার মাথাচারা দিয়ে উঠলো.... এবং রীতিমতো বেশ ভয়ও লাগছে... সম্প্রতি বিশ্ব বেহায়া আবুল হোসেনকে নব্যগঠিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়'র দয়িত্ব দিয়েছেন আমাদের জাতির পিতার নাতির মাতা... তিনি ডিজিটাল বাংলাদেশের বুলি আওড়ালেও ডিজিটাল গণমাধ্যম ও ডিজিটাল মানুষ আবার তিনি দু'চক্ষে দেখতে পারেন না... এই দুটি জিনিস বর্তমানে তার ও তার দলের জন্য বড় হুমকি... তার ওপর আবার আছে আরব বসন্তের সাম্প্রতিক স্মৃতি.... এরা নাকি স্বৈরশাসকদের ভিতও নাড়িয়ে দিতে পারে !!! যাহোক, আজকের দুটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো..... পদ্মা সেতুর জট এবার খোলার আশা আবুল হোসেনের অধীনে যাচ্ছে বিটিআরসি! যোগাযোগ মন্ত্রানালয় থেকে অপসারণের পর একথা প্রমাণিত বেহায়া আবুলের বিরুদ্ধে এত দিন যেসব দুর্নীতি, অযোগ্যতা ও অনিয়মের অভিযোগ এসেছিল তার সবটা মিথ্যে নয়। এটাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে আজকের পদ্মা সেতুর জট খোলার খবরটি। এদিকে আবার এ প্রমাণিত বেহায়া গাধাটাকে আরও ক্ষমতা প্রদানে সরকারেরর তোড়জোড়ের বার্তা বহণ করে দ্বিতীয় খবরটি। বেহায়া গাধা আবুলের ল্যাদানো মন্ত্রাণালয়ের আর্বজনা সাফ করতে মন্ত্রাণালয় দুই ভাগ করে সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতাকে আনা হয়েছে... এতে আমাদের প্রধানমন্ত্রীর দুই বোমা চাপার ব্যাক্তিগত প্ল্যান বাস্তবায়ণ হোক আর যাই হোক আবুল কে কি করা হলো !!?? হ্যাঁ, ব্যাপারটা এখানেই, একজন বিশেষজ্ঞ বিবেচণায় নিয়োগপ্রাপ্ত মন্ত্রীর অধীনের মন্ত্রাণালয়কে ভেঙ্গে আবুলে জন্য গঠণ করা হলো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়.... এখন আবার তার অধীনে গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান বিটিআরসি নিয়ে হাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে... এখন আমার ভয়, সরকার তথা আমাদের জাতির পিতার নাতির মাতা এই পরিক্ষীত বেহায়া গাধাটাকে দিয়ে কি করাতে চাইছে.....!!?? এই নির্লজ্জ গাধাটা আবার আমাদের আমজনতার সবকিছুর শেষ ভরসা সংবাদমাধ্যম ও বিকল্প সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত ব্লগ বা সোস্যাল নেটওয়ার্কে কামড় বসাবে নাতো !!?? না, না... আমি কল্পনার সাগরে ভেসেই শুধু এ কথা লিখছি না.... এই গাধাটা দয়িত্ব নেয়ার পরপরই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক মহোদয় ইতিমধ্যে আমাদের মতো আমজনতার বাকস্বাধীনতা প্রয়োগের একমাত্র জায়গা ব্লগ কনটেন্ট ও বাংলা পত্রিকাগুলোর অনলাইন ভার্সানের কমেন্ট নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং এগুলোর মডারেশন নিয়ে প্রশ্ন তুলেছেন.... তবে কি এই পরিক্ষীত বেহায়া গাধাটার ঘাড়ে বন্দুক রেখে সরকার আমাদের বাক স্বাধীনতার বুকে গুলি চালনার প্ল্যান করছে !!? আপনি কি ভাবছেন ???  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.