আমাদের কথা খুঁজে নিন

   

সুখের গল্প

ফেস বুকে ফেক প্রফাইলের অভাব নায়। বান্দর ছেলেরা মেয়ে সেজে প্রফাইল তৈরি করে ফেসবুক ভর্তি করেছে, আমি তাদের মত বড় বান্দর না হলেও আমি ছোট বান্দর কারণ আমি মেয়ে হয়ে প্রোফাইল না খুললেও বিখ্যাত একজন মানুষের নামের প্রফাইল ব্যবহার করি,আর সেই বিখ্যাত মানুষটি হল গোপাল ভাঁড়। আমার উদ্দেশ্য খারাপ না হলেও খুব ভাল ছিল না। মানুষের সাথে মজা করতাম। একদিন নাহিদ নামের একজনকে ফ্রেন্ড হিসাবে অ্যাড করলাম,অ্যাড করার সাথে সাথে চ্যাট লিস্টে হাজির।

-হাই গোপাল ভাঁড় -হুম -কেমন আছেন? -ভাল না -কেন? -আমার পাশের বাসার বৃদ্ধ মানুষটা ছোট বেলাতে মারা গিয়েছিল। আজ তার মৃত্যু বার্ষিকী। -বৃদ্ধ মানুষ ছোট বেলাতে মারা যায় কি ভাবে? আপনি আসলেই গোপাল ভাঁড় তো। - আমি রিমিক্স গোপাল ভাঁড়। -আমি আপনাকে চিনি।

আপনার লেখা কবিতা পরেছি, একটু ভিন্ন ধরনের,সব একা থাকার কবিতা ,অনেক কষ্টে খুঁজে পেলাম আপনাকে। -ছেলে হয়ে ছেলে খুঁজে বাহির করা মহান কোন কাজ না। তোমার প্রফাইলে তোমার কোন ছবি নায় কেন? শুধু চাদের ছবি। -আমি দেখতে অনেক খারাপ তো তাই............ -তাহলে চাদের ছবি রেখেছ কেন?চাঁদ তো অনেক সুন্দর... -আমি ঈদের চাঁদের মত চিকন তো তাই......... -ভাল -আপনার। একটা কথা আমার খুব ভাল লেগেছে ''বাংলা সিনেমার নায়কদের বৃত্তাকার পেট অনেক সুন্দরীকে আকর্ষণ করে কিন্তু আমারচতুর্ভুজ পেট কাউকে আকর্ষণ করে না, সুন্দরীরা বৃত্তের মাঝে বন্ধী থেকো না।

আমিও আপনার সাথে একমত। -তোমার নাম আর আমার নাম একই, নাহিদ নামের মানে জান? -না,আপনি একটা রোমান্টিক গল্প লিখবেন?প্লিজ -আমি গল্প লিখি না -আমার জন্য,প্রেম তো করতে পারলাম না প্রেমের গল্পের মাঝে প্রেম খুঁজতে চাচ্ছি। -সরি, সরি বলার পর ও তার সাথে আমার চ্যাট চলতে থাকে, বেশ কিছু দিন,আমি তার সাথে কথা বলি কারণ আমার ধারণা আমার কবিতা আমি আর শুধু সে পরে,আমার একমাত্র ফ্যান তাই কথা বলতে ভালই লাগত। বেশ কিছু দিন পর ঠিক করলাম আমি একটা গল্প লিখব। এবং তার হাতেই দিব।

তাকে জানালাম,সে বলল, -আমি আজকে অনেক খুশি, গল্পের শুরুটা কেমন এখানেই জানান প্লিজ। -গল্প পরলেই তো জানতে পারবা...... -না তবুও, এক লাইন জানলে গল্পের আকর্ষণ বৃদ্ধি পাবে। প্লিজ, প্লিজ, প্লিজ -গল্পের শুরুটা এই রকম ''আমাকে লোমহীন বুক খুব আকর্ষণ করে সেটা ফেসবুক কিংবা নারীর বুক। '' বাকিটা আমার ভার্সিটি এসে নিয়ে গিয়ে বাসায় পড়ো। -ঠিক আছে কাল ২ টায় দেখা হবে।

১ টা বাজার কিছু আগেই গেটের সামনে দাড়াই কারণ গেটে মায়াবী মুখের একটি মেয়ে দাড়িয়ে আছে,যার মুখ দেখে সহস্র বছর পার করে দেওয়া সম্ভব। আমি সময় ভুলে গিয়ে দূর থেকে মেয়েটিকে দেখতে লাগলাম কি অসাধারণ একটি মেয়ে, কথা বলার জন্য সাহস করে সামনে আসলাম। দেখি মেয়েটি ও আমার দিকে এগিয়ে আসছে,আমি অবাক হয়ে দাড়িয়ে থাকলাম,মেয়েটি বলল আপনি নাহিদ। জি, আপনাকে লোমহীন বুক খুব আকর্ষণ করে সেটা ফেসবুক কিংবা নারীর বুক। আমি লজ্জায় লাল হয়ে গেলাম।

সে বলল আমিও নাহিদ, গল্পটা কই দাও ,আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, সে বললএই ভাবে দেখার আরও অনেক সময় আছে,তুমি আজকে আমাকে গল্পটা দাও আমার একটু তাড়া আছে........................। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।