আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মাসে এমন হার মেনে নিতে কষ্ট হয়...আরও তীব্র কষ্ট হয় প্রতিপক্ষ দেশটি যদি হয় পাকিস্থান ...

অনেক আশা নিয়ে আগের খেলা গুলো দেখেছিলাম, একের পর এক হারলেও মনে আরও শক্তি সঞ্চার করে বলছিলাম যা হবার হয়েছে, অতীতকে না ভেবে শেষের ম্যাচটা জিতলেই সান্তনা হিসেবে বলতে পারবো শেষ ভালো যার সব ভালো তার....আবার বলতে পারবো ওস্তাতের মার শেষরাতে...আবার আজকে জিতলে পরবর্তীতে পাকিস্থানের সঙ্গে কোনো ওডিআই হওয়ার আগ পর্যন্ততো বলতে পারবো আমরা শেষ ম্যাচে জেতা অবস্থায় ছিলাম ...ইত্যাদি ইত্যাদি...ভাবছিলাম আর আজকের খেলা দেখছিলাম। তামিম আউট হবার পরও যেভাবে খেলা চলছিলো তাতে বোঝা যাচ্ছিলো আজকে আমরা জিতবোতো বটেই এবং একটি সুন্দর খেলা উপভোগ করবো..শাহরিয়ার নাফিস মাহমুদুল্লাহ দারুন দারুন শট মারছিলো..কিন্তু তারপর ...একি !!! স্টেডিয়াম অন্ধকার কোনো !! চারিদিকে ঝিঝি পোকার মত কি জ্বলছে ঐগুলো !! পরে ধরাভাষ্যকর এর মাধ্যমে জানা গেলো পুরো স্টেডিয়াম এ বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ আসার পর যা হচ্ছিলো তা আর দেখতে পারলাম না, একর পর এক একই আউট এলবিডব্লিউ হচ্ছে তো হচ্ছেই...এটা দেখে কারো মাথা ঠিক থাকে ? জেতা ম্যাচ এইভাবে.......!!!! অনেকেই হয়তো এই কথাটি ধরে বলবে যে, মাঠে খেলতে যাও, নিজে খেলো তারপর বুঝবে কত কঠিন। কিন্তু এখানো উল্লেখ করা যায় আজকের ম্যাচটি ৯৯ ভাগ জেতার ম্যাচ ...সবাই বলবে এটা। কেনো বারবার আমরা এইভাবে হেরে বসবো, তারপর প্রতিপক্ষ যদি হয় পকিস্থান, তারপর আরও কষ্ট হয় এই ভেবে এটা হলো আমাদের বিজয়ের মাস... সুযোগ পেয়েছিলাম আমরা আরও একবার সেই দেশটিকে....হারাতে কিন্তু কষ্ট কষ্টই থাকলো। আমরা পারলাম না এই বিজয়ের মাসে আর একটি বিজয় ছিনিয়ে নিতে...আজকের বিজয়টা হলো আগামী ১৬ ডিসেম্বরটি হয়তো আরও আনন্দ নিয়ে আমরা উদযাপন করতে পারতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।