আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির তরী মহররম

আমি নাই। মুক্তির তরী নিয়ে হাজির পবিত্র মহররম মাস, কে বা কারা মুক্তির তরীর বিশেষ যাত্রী হতে চাস? ঐ তরীর যারা যাত্রী হবে সৌভাগ্যবান তারা হবে, সে তরী দিয়ে পারি দেবে অগ্নিভরা গর্ত সবে। বহমান জীবন সাগরে উত্তাল তরঙ্গের ঢেউ, তরীটি ডুবিয়ে দেবে কিসে? কি? জানেন কেউ। সেই অবাধ্য সুনামী ঢেউ হল মোদের সব পাপাচার, মহররম মাসে পাপাচার করে খাচ্ছি স্বাদের আচার। খোদাভীরুতা আর সৎকর্ম করা সামানা তরীর, তা না করে, গড়েছি আমরা পাপরাশির বড় পাহাড়। তাজিয়া, মর্সিয়া আর মাতম পাপ নামের ঢেউ, সেই ঢেউয়ে তরী ডুবে মরব বাঁচব না কেউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।