আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির গান

আমার না বলা যত কথা দুর্ভাগা এই দিন, শিশুরা এখন জেনে গেছে রূপকথার কাহিনী এসব ছেলে ভোলানো প্রলোভন মাত্র! গাছ কখনো কথা বলতে পারে না! চাঁদের দেশে থুতথুড়ি বুড়ি চরকা কাটে না! দুর্ভাগা দিনে বুকের ভিতর এফোঁড় – ওফোঁড় করে ছুটে চলে যে বাঁধভাঙা জল, অথচ চোখ তাকে কাছে ডাকেনা! মানুষের মেকি হাসি শোভা হতে হতে শুন্যের গহ্বরে যায় মিলিয়ে ফানুসের মত হয়ে! দুর্ভাগা এই দিনে মানুষ বাস করে মানুষের বুকে যমদূত হয়ে! জানিনা, কবে হবে এর অবসান। সব কালিমা মুছে গিয়ে নতুন প্রভাত উঁকি দেবে নিয়ে মুক্তির গান...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।