আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির বার্তা

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।

বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল অগোচরে যেখানে সৃষ্টি তপ্ত দ্রোহের আগুন, সেখানে আমি নষ্ট হবোনা, হবোনা তুচ্ছ প্লাবন। কল্পিত কিছু নিস্ক্রিয় বোধ বন্ধি ইন্দ্রজালে, অক্ষরে আছে তীব্র শ্লোগান মুক্তির মিছিলে। । জোড়াতালি দিয়ে ভাঙা মাস্তুল অনেক হয়েছে টানা, ঘড়িয়ালের কাছে আছে আমার অনেক কিছুই পাওনা।

ধৃত হয়েছে আপন সত্বা বাজারে নিলামে, কলধ্বনি রুপান্তরিত আর্তনাদ রুপে। । পাপী আমি নির্বিঘ্নে ঘৃন্যতার কথা বলে, প্রতিবাদের মিনার অবরুদ্ধ অবরুদের পদতলে। দগদগে ঘায়ে নুন ঢেলে দিয়ে কুৎসিত জানোয়ার, আমার তোরণে বিষ ছড়িয়ে করছে পারাপার। তাবৎ কিছু হিংস্রতা নিয়ে রক্তাক্ত দেহ, দমবাজ কে রুখে দিতে একাই প্রতিজ্ঞাবদ্ধ।

প্রজ্ঞায় হয়েছে জন্ম লড়াকু মনভাবের, দস্যুর গলায় ফাস দিয়ে আনবো স্বাধীন দেশ। । স্বাধীনতা আমার রন্ধ্রে রন্ধ্রে গোপণ হুংকার দেয়, অঙ্কুরের বিস্তারে সব জরা নিমিষেই হারিয়ে যায়। গগন বিদারী চিৎকারে আমি সংবিৎ ফিরে পাই, চিৎকার টা আর অজ্ঞাত নয়, এ যেন মুক্তির বার্তাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।