আমাদের কথা খুঁজে নিন

   

'আক্রান্ত হলে ইরানকে সহায়তা দেবে চীন'

এক দিনের জন্য নায়ক হতে চাই । চীনের ওপর কোনো রকম হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজর জেনারেল ঝাং ঝাওঝোং বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে চীন সহায়তার জন্য এগিয়ে আসতে দ্বিধা করবে না। তিনি বলেন, এ জন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেধেও যায় তার পরোয়া করবে না বেইজিং। এদিকে ইরানের আকাশসীমা লক্সঘন করায় দেশটির সামরিক বাহিনী চালকবিহীন একটি মার্কিন গায়েন্দা বিমান (ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে।

ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে গতকাল বিবিসি এ খবর জানিয়েছে। ইরানের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত আরকিউ ১৭০ ড্রোনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখন সামরিক বাহিনীর হাতে রয়েছে। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী ইসাফ জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল থেকে তাদের একটি ড্রোন হারিয়ে যায়। সম্ভবত সেই ড্রোনটিই ইরান ভূপাতিত করেছে।

ইসাফ এক বিবৃতি জানায়, ড্রোনটির পরিচালনাকারীরা এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন তারা ড্রোনটির অবস্থান নির্ণয়ে কাজ করছে। উল্লেখ্য গত জুলাইয়ে ফরদু পরমাণু কেন্দ্রের কাছে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছিল ইরান। এ ছাড়া গত জানুয়ারিতে পশ্চিমা দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। তবে তাদের দাবির সমর্থনে সে সময় কোনো তথ্য উপস্থান করতে পারেনি।

বিবিসি, আল জাজিরা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।