আমাদের কথা খুঁজে নিন

   

একজন পুরুষের জন্য একজন নারীই যথেষ্ট

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। একাধীক বিয়ে করতে পারবে পুরুষ।

যে পুরুষ বানাইয়াছে ভবে এই নীতি। সে ছিল একাধারে নারী লোভী,নারী দ্রোহী। সে তার ঐ নীতিতে করেছে নারীর উপড় জুলুম,অত্যাচার। একাধীক বিয়ে করতে পারবে পুরুষ। যে পুরুষ বানাইয়াছে ভবে এই নীতি।

সে কি দ্বিতীয় বিয়া করতে তার প্রথম স্ত্রীর অনুমতি পেয়েছিল?। পৃথিবীর কোন নারী কি এই নির্লজ্জ মেনে নিবে ,যে,তার শ্বামীর ইজ্জত অন্য নারী দেখুক?। বোধ হয়,জগতের কোন নারীই তার শ্বামীর ঐ বরবরতা মেনে নিবে না। অনুমান করি,ঐ পশুত্ব পুরুষটিও তার প্রথম স্ত্রীর অনুমতী পায়নি। তবে,দম্পত্তির কারোর মৃত্যু,বা বিচ্ছে স্বতন্ত্র।

তাহলে,ঐ বরবর পুরুষটির উপর বর্ষিত হউক পৃথিবীর সব নারীর অভিসম্মাত,ঘৃণা। আজ ঐ বরবর পুরুষটির জন্যই নারীরা জগতে অবহেলিত,ঘৃণীত। হে,বিবেকবান পুরুষ,মিথ্যা বলো না। তোমার স্ত্রী কি তোমার ভ্রষ্টাতা মেনে নিবে?। নিশ্চয় না,তবে আজই ঐ পশুত্ব,নারী লোভী,নারী দ্রোহীর মুখে জগতের সকল নারীর থুক দিয়ে এই বরবর প্রথা ভেঙ্গে নতুন নিয়ম গড়।

আর বল,একজন পুরুষের জন্য একজন নারীই যথেষ্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.