আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো চুল

হায়দার সাহেব টেলিভিশনে একটা টক শোতে যাবেন। ভদ্রলোকের খুশির অন্ত নেই। নিজেকে টিভিতে যেন সুন্দর দেখায়, সেই লক্ষ্যে তিনি নতুন কাপড় কিনলেন, জুতা কিনলেন। কিন্তু সমস্যা হলো, বেচারার মাথায় সর্বসাকল্যে তিনটা মাত্র চুল আছে। বয়সের সঙ্গে সঙ্গে বাকি সব চুল তার মাথার মায়া ত্যাগ করে চলে গেছে হায়দার সাহেব ভাবলেন, মাথায় তিনটা মাত্র চুল, তাতে কী? তিনি চিরুনি হাতে আয়নার সামনে বসে বেশ আয়োজন করে চুল আঁচড়াতে বসলেন। কিন্তু সমস্যা বাঁধল, আঁচড়াতে গিয়ে বেচারার একটা চুল গেল ছিঁড়ে! রইল বাকি দুইটা। হায়দার সাহেব সৌন্দর্যসচেতন মানুষ! দুটি মাত্র চুল মাথায়, তাতে কী? এদেরও তো যত্নের প্রয়োজন! হায়দার সাহেব তাঁর চুল দুটিতে জেল মেখে একটু স্টাইল করার চেষ্টা করলেন। এই কসরত করতে গিয়ে বেচারার আরও একটা চুল ছিঁড়ে গেল! রইল বাকি মাত্র একটা। রাগে-দুঃখে হায়দার সাহেব তাঁর একটি মাত্র চুল হাত দিয়ে নেড়েচেড়ে বললেন, ‘দূর ছাই! আজ এই এলোমেলো চুল নিয়েই টিভিতে যাব!’ সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৩, ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।