আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো

স্বপ্নের ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রংধনু চাই আজ আমার অনেক অবসর দুরন্ত সকালটা থমকে গেছে আমার চিলেকোঠায়, কার্ণিশে বসে থাকা চড়ুই দুটি ব্যস্ত বুঝি রোদের সাথে সখ্যতায়। বারবার যায় উড়ে আকাশের ছায়ায় ঘুরেফিরে আবার এসে বসে জানালার ধারে, হঠাত্‍ আসে একটা ঘাসফড়িঙ চড়ুই দুটিকে বখাটে ছেলের মত নাচিয়ে কোথায় যেন ঘাপটি মারে। সকালের এই স্নিগ্ধ ছবিটা ছিঁড়ে খুঁড়ে হয়ে উঠতে ইচ্ছে করে বেপরোয়া হাতড়ে বেড়াই নিয়ম ভাঙ্গার ছুতো কাট্টি ওগো শাসন ঘুড়ি তোমার ওই সুতো, দুরন্ত বালকটির সাইকেলের চাকার অবিরাম ঘূর্ণিতে কিংবা নবজাতকটির চিত্‍কারের আশ্রয়ের আর্তিতে বিদ্রোহের মিছিল নেমেছে মনের রাস্তায়, তবে এবার হোক তাই স্বপ্নগুলোর ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রঙধনু চাই.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।