আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো...

An Engineer needs not to be a perfectionist or a fastidious intellect. An Engineer needs to be someone who can keep pursuing the goal with whatever resources available at a particular moment.

প্যাকেট টা শেষ। শেষ সিগারেটটাও ফুরিয়েছে। উপরে শুন্যে ভেসে যাওয়া ধোয়ার কুন্ডলীর দিকে ছেলেটা কিছুক্ষন তাকিয়ে রইলো। রুমটা বদ্ধ। গুমোট।

নিশুতি রাতে যখন পুরা পৃথিবী ঘুমিয়ে আছে, তখন ছেলেটি জেগে; নিজের চিন্তার জগতে আত্মমগ্ন। "চোখে পানি দেয়া দরকার, জ্বলছে। " - আপনমনে বলল ছেলেটি। বাথরুমের হলুদ আলোতে বিবর্ন প্রতিফলনের সামনে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষন। কালো, রুক্ষ, মুখ আর জ্বলজ্বলে চক্ষুর দৃষ্টি।

আগের ঘন কালো চুলের জঙ্গল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, চুলে ঢেকে যাওয়া কপালটি আজকে বিশাল। রোদে ঘুরে, বৃষ্টিতে ভিজে, শত ঘা খেয়ে পোড় খাওয়া এক চেহারা। একসময় প্রতিফলনটি ছিলো একটি হাস্যজ্বল ছেলের। আর আজকে পৃথিবীর সাথে লড়তে গিয়ে ছেলেটি ক্লান্ত। ছেলেটি কিছুটা জেদি, একরোখা।

কিছুটা তেড়া বন্ধুদের মতে। কিছুটা একাকী, যদিও তাকে সকলের সাথে দেখা যায়। কোলাহলের মাঝেও সে নির্জনতাকে খুজে পায়। ল্যাপটপের সামনে বসে ছিলো ছেলেটি। সিনেমা চলছিলো সামনে।

যদিও ফ্রেমগুলো একের পর এক পালটিয়ে যাচ্ছিলো, তার সেদিকে কোনো মন ছিলো না। প্রতিফলন কে পেছনে ফেলে আবারও ছেলেটি আলোকিত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ, তার কানে বাজলো কিছু কথা : " Sometimes the things that may or may not be true are the things a man needs to believe in the most. That people are basically good; that honor, courage, and virtue mean everything; that power and money, money and power mean nothing; that good always triumphs over evil; and I want you to remember this, that love... true love never dies. You remember that, boy. You remember that. Doesn't matter if it's true or not. You see, a man should believe in those things, because those are the things worth believing in. " থমকে দাড়ালো ছেলেটি। আবারো সীনের রিপিটেশন, আবারো একই কথা ঘুরিয়ে ফিরিয়ে শোনা। সত্যিই তো।

আসলেই কিছু যায় আসেনা যে সম্মান, সাহস এবং সদগুনে বিশ্বাস আজকের জগৎ এ সত্যি হোক বা না হোক। বিশ্বাস করা দরকার তার কারন এগুলো বিশ্বাসের যোগ্য। রুমটি আস্তে আস্তে আলোকিত হয়ে যাচ্ছিলো। ভোর চলে এসেছে। প্রতিফলনের কথাটি একবার চিন্তা করলো ছেলেটি।

জীবন তাকে কোথায় নিয়ে এসেছে। অনেক বছর পার হয়ে এসেছে যখন সে কথাগুলোতে বিশ্বাস করা ছেড়ে দিয়েছিলো। আবারো বিশ্বাস করার সময় এসেছে। বেচে থাকতে হলে কোনো বিশ্বাসের উপর ভর করে বেচে থাকতে হয়। বাকি জীবনটা এভাবে চলতে পারেনা।

হঠাৎ, তার একটা কথা মনে পড়ে গেলো। দেশ ছেডে চলে যাওয়ার আগে তার সবচেয়ে প্রিয় বন্ধুগুলোর একটির বলা : " দ্যাখ, জীবনটা অল্পদিনের। কিন্তু, মানুষ যে দিন থেকে চায় সেদিন থেকে তার জীবন নতুন করে শুরু করতে পারে। তোকে আমরা বলেও বুঝাতে পারবো না, যদি না তুই নিজে না বিশ্বাস করা শুরু করিস। " অন্ধকারে তার লুকিয়ে থাকার দিনগুলো ফুরিয়ে এসেছে।

ছেলেটির আবার নিজেকে শুন্য থেকে গড়ে তোলার সময় চলে এসেছে। ছেলেটির সম্বল শুধু একরোখা জেদ। আর , কিছু নতুন বিশ্বাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।