আমাদের কথা খুঁজে নিন

   

।।..রক্তিম দ্রোহ..।।

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি যে দেশ আমার সবুজ শ্যমলা গাছে গাছে পাখির কলতান, সে দেশের মাটিতে অন্যায়ের চাষাবাদ করে আজ মানুষ রুপী শয়তান। যে দেশ আমার মায়ের হাসি ভ্রাতা ভগ্নীর ভালবাসায় ঘেরা, সে দেশে আজ খুন হচ্ছে কোন না কোন ভাই এ প্রতিকারের জবাব দিবে কারা। ।

যে দেশ আমার রাখালের সুর মাঝির হৃদয় ছোয়া ভাটিয়ালী গান, সে দেশে আজ অবৈধ অস্ত্রের মহরা ভন্ড সন্ত্রাসী আমলা মন্ত্রীদের জয়গান। যে দেশ আমার কৃষকের ফসল ছয় ঋতুর এক মহান অবস্থান, সে দেশ আজ লুটে পুটে খাচ্ছে মুখোসধারী রাজনীতিবীদ শয়তান। । …….(চলবে)…দোলন মাহমুদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।