আমাদের কথা খুঁজে নিন

   

রক্তিম সূর্য্যস্নাত একটি মন ....

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...






রক্তিম সূর্যস্নাত একটি মন
এখন আমার হাতের মুঠোয়।
এসে ধরা দিয়েছে নিজের খেয়ালে
সুবাসিত বুনোবেলির মাধুর্য জড়ানো সেখানে।
মুঠো খুলিনা,পাছে হারিয়ে যায় সেই ভয়ে।

যে মন মেঘের পায়ে কিশোরী মল পরিয়ে
তুলে এনেছে রামধুনুর সৌন্দর্য,সৃষ্টি করছে
অজস্র কবিতা,পাতার পরে পাতা।
হৃদয়ের অসংখ্য জানালা খুলে প্রতিদিন
একটু একটু করে মুখস্ত করি তার দীর্ঘতম কবিতা।



পড়ন্ত বিকেলের অবসরে,লালচে আভার অভিলাসে
অন্তহীন প্রতীক্ষা তার নির্জলা লেকের পাড়ে,
একজোড়া উদাসী আঁখিঘুড়ি গুত্তা খায়
নিশ্চিত বিদায়ী গোধূলিলগ্নের আকাশের বুকে।
রাজহংসীর ডানায়,চিড় ধরে জীবনের সৌভাগ্যে।

তাতে কি!কুয়াশার চাদরে জড়ানো রাতের বুকে
যেমন করে পদ্ম ফোঁটায় নিয়ন আলোর প্রেম
তেমনি স্পষ্ট উচ্চারণ তার মনের কবিতায়,
সবুজাভাব ঘাসফড়িঙ জীবনের মতো দুরন্ত,
বিশ্বাসের সীলমোহর আঁটা শব্দ থেকে শব্দে।

সে হরিণ মন,এখন আমার মনের স্পর্শে লীন।
উষ্ণ নিঃশ্বাসের স্রোতবয় এপারে ওপারে,
কথার টানে এক অধর ছুঁয়ে যায় আরেক অধর।


মুঠো খুলিনা,যদি বাহুবদলে পরিচিতি হারায়
গ্রথিত রক্তিম মনের ভরা যৌবনা চুম্বন পিরামিড।

এমনি রক্তিম সূর্যস্নাত একটি মন
এখন আমার হাতের মুঠোয়।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।