আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথনঃ মেঘের বৃষ্টি

স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়... -এই মেঘ! কথাটি শোন্? এদিকে আয়? -কি হবে যেয়ে! তোকে শুনে? বৃষ্টি তুই একটু পরেই ঝরে যাবি আমায় ভুলে পথ হারাবি! -তোর জন্যই মাথা কুটে আর পারিনা পারিনা আমি! কেন ভেসে উড়ে বেরাস! বলত আমায় কিসের নেশায়! -দক্ষিন হাওয়া দেয় উড়িয়ে -তোর তাতে কি তোর তাতে কি?! -কোন টানে আর থাকবো পরে বলতো আমায়? তুইও তো ভীষন রকম! উড়ে উড়ে মিলিয়ে যাস! মিলিয়ে যাস, দূর দিগন্তে! আমি তখন দুঃখ ঢাকি অঝরে ঝরে কান্নাকাটি। বুঝিসনা যে! আমার তখন কেমন কাটে! বুঝিস তা কি? -এই পাগল? তোর দুঃখ গুলো আমি হয়েই ঝরে পরে? তারপরো তুই হাসিস না যে! বুঝিস কিছু? আমার কেমন কষ্ট তাতে?! -ওসব কঠিন শুনতে চাইনা। আমার জল আমারই থাক, বৃষ্টি রে তুই আমার বুকেই বাঁধ জমাট? -মেঘের কোলে রোদ হাসেরে... বৃষ্টি সেথায় ছিন্ন বাঁধন। -হোক তা হোক আমি মানিনে নিয়ম কানুন জগত বারন। বুকের ক্ষরন খুব কাঁদায় রে কান্না তবে চোখেই জমুক। -আচ্ছা তা হোক। এই নে আমার পরশ দিলাম জড়িয়ে রাখ সারাটি গায়। মেঘ উড়ে যায় বৃষ্টি নিয়ে, ভালোবাসায়, ভালোবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।