আমাদের কথা খুঁজে নিন

   

মিটিং এর ফাঁকে হায়দ্রাবাদে

ভাল লাগেনা কিছু ......... ভূমিকা : ইমেইল দেখেতো চোখ একেবারে ছানাবড়া হয়ে গেলো! CIMMYT এর জেনারেশন চ্যালেন্জ প্রোগ্রামের নতুন টীম লীডার এর মেইল। তাদের এ বছরের জেনারেল রিসার্চ মিটিংএ অংশগ্রহনের জন্য আমাকে আমন্ত্রণ জানাচ্ছে। সেইসাথে জানতে চাচ্ছে আমন্ত্রণপত্র পাঠানোর জন্য আমার সঠিক ঠিকানাটি ! মনে মনেতো আমি মহাখুশি। এবার বুঝি আমার মেক্সিকো দেখা হবে! নেটে দেখলাম যে বিভিন্ন বছর ওদের বিভিন্ন মহাদেশে মিটিং হয়। গত বছর মালেতে হয়েছে , সুতরাং আফ্রিকার কোনো দেশে হবে না।

অস্ট্রেলিয়াতেও একবার হয়ে গেছে। অতএব, অস্ট্রেলিয়াও বাদ। কেন জানি মনে হচ্ছিলো, এবার আমেরিকা মহাদেশের কোন একটা দেশেই মিটিংটা হবে! আশচর্য, একবারও মনে হলো না যে এশিয়াতেও হতে পারে! তো আমার হাজব্যান্ড ইন্টারনেট থেকে বের করে ফেললো যে, এবারে জি আর এম হবে হায়দ্রাবাদে! এদিকে মনে মনে খুশি হলেও সাথে সাথেই তো আর হ্যা বলে দেয়া যায় না! সুপারভাইজারের মতামতের ব্যাপার আছে, এক্সপেরিমেন্ট গোছানোর ব্যাপার আছে। তাছাড়া দেশে যাবার একটা প্ল্যানও ছিলো মাথায় কিন্তু ওরা রেজিস্ট্রেশনের ডেডলাইন দিয়ে দিলো। গেলাম সুপারভাইজারের কাছে।

সুপারভাইজার বললেন, " তুমি যেতে চাইলে যেতে পার, কিন্তু তোমার রিসার্চের যেন ক্ষতি না হয়, সেটা লক্ষ্য রেখো। " যাক, সুপারভাইজারতো ম্যানেজ হলো। এখন ইন্ডিয়া যাব, আর বাংলাদেশ যাবো না, সেটাতো হয়না! জিসিপিকে প্রস্তাব দিলাম, তোমরা আমার ফিলিপাইন আসা যাওয়ার টিকিট দাও, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার টিকিট আমি কাটবো। ওরা বেশ সাচ্ছন্দেই রাজী হয়ে গেলো এই প্রস্তাবে। শুরু হলো আমার হায়দ্রাবাদ যাবার প্রস্তুতি......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।