আমাদের কথা খুঁজে নিন

   

রুখে দাও লাঙ্গলের প্রস্থান

পুরনো আমিটাই ভাল ছিলাম... বেঁচে ওঠো, জেগে ওঠো পুনর্বার গেয়ে ওঠো জীবনের গান পথে হাঁটো বিশ্বাস নিয়ে দুর্বার চোখ বুজে অনুভব করো প্রাণ . . কথা হও রক্তিম কবিতার... হেসে ওঠো, ভেসে ওঠো বারবার মনে রেখো মৃত্তিকা টান ভুলে যাও সংশয় সব কবেকার বুকে রেখো মানবিক উদ্যান . খুনি হও দানবের হাহাকার... বুঝে ওঠো, চিনে নাও অন্ধকার ধ্রুব হও মানুষের সম্মান ফুঁসে ওঠো, গর্জন হও অবিকার ছুঁড়ে ফেলো ব্যক্তিক অভিমান . ভেঙ্গে দাও ভেদাভেদ পারাপার... যুঝে ওঠো, বুঝে নাও অধিকার খুঁড়ে তোলো আগুনের ধান মাটি হও, খাঁটি হও পুড়ে ছারখার রুখে দাও লাঙ্গলের প্রস্থান . লাল হও, সবুজের অহংকার... ১.০.৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।