আমাদের কথা খুঁজে নিন

   

রুখে দিব, বাঁচাবো মুক্তিযুদ্ধ

যারা ছিল পালিয়ে দূরের আস্তানায় যারা ছিল লুকিয়ে পর্বতে গর্তে গর্তে যারা ছিল গহন অরণ্যে মরা পাতা যারা ছিল গ্রহদোষে দুষ্ট এক ছায়া যারা ছিল কলঙ্কের কালো কোনো চিহৃ যারা ছিল বোধের অতীত অমানুষ তারা আজ পথে এসে দাঁড়ায় সম্মুখে তারা আজ যেখানে সেখানে হাঁটতে থাকে তারা আজ উঁচিয়ে ধরেছে জং-ছোরা তারা আজ ককটেল ফাটায় সশব্দে তারা আজ সাপমৈত্রী নিয়ে ফণা তোলে তারা আজ পোড়ানোর গন্ধে মাতোয়ারা ঘর তকতকে করছে, থাকবে না পুকুরের জল তকতকে করছে, থাকবে না শহীদের স্মৃতিচিহৃ তকতকে করছে, থাকবে না শিশুদের মাঠ তকতকে করছে, থাকবে না এরা, পরাজিত বর্জ্য, শুধুই দুগর্ন্ধ বের হয় এরা, ক্ষুধার্ত শকুন, খাবলে মাংস খায় এরা, পরাজিত শত্রু, পরাজয়ের গ্লানি মুছতে হিংস্র-শ্বাপদ এরা, ছিটগ্রস্ত লোক, লণ্ডভণ্ড করে শস্যক্ষেত এরা, মিথ্যেবাদী, ইতিহাসের পাতায় অন্য পৃষ্ঠা জুড়ে ফুঁড়ে দেয় এরা, মায়াবিনী, ধর্মের অপব্যবহারের ধুম্রজাল সৃষ্টি করে এরা, জন্তুজাত, ধাতুনির্মিত ছাঁচের মধ্যে সবাইকে বন্দী করতে চায় আমরা এখন কী করবো ? মৃতপ্রায় বনের উদ্ভিদ নই আমরা রুগ্ন-জীর্ণ ছায়া নই আমরা শক্তিহীন নষ্ট কোনো যন্ত্র নই আমরা ক্লান্ত কোনো ভ্রষ্ট পথহারা নই আমরা মাটিহীন শস্য নই আমরা ধ্বংসপ্রাপ্ত নগরের নাগরিক নই আমরা দম দেওয়া ঘড়ি নই আমরা জলে পড়া কোনো অসহায় নই আমরা ক্ষীয়মান ঐশ্বর্যের লোক নই আমরা এসো, ঘরের বিবাদ মিটিয়ে উঠে পড়ি এসো, ডুগডুগি না বাজিয়ে নিজেদের তৈরি করি এসো, গৌরবের আবরণ খুলে উজ্জ্বলতা তুলে ধরি এসো, যুথবদ্ধ হয়ে ভগ্নদশা দূর করি এসো, সর্বগ্রাসী বিপদের ছায়া দূর করতে লড়ি এসো, শহীদ জননীর শেষ বাণী নিয়ে বাঁচি নয়তো মরি মৌতাতে না মজে আমরা বাঁচাবো মুক্তিযুদ্ধ রুখে দিব রুক্ষ-চুলের জট-বাঁধানো হত্যাকারীদের জলস্রোতের কলকল শব্দে আবারো আমরা জাগবো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।