আমাদের কথা খুঁজে নিন

   

কিছুটা বাস্তব কিছুটা কল্পনা

যার আছে তার হারানোর ভয় ও আছে, যার নাই তার হারানোর ভয় ও নাই আজ যার সম্পর্কে লিখব সে আমাদের মানুষ জাতির অন্তর্ভূক্ত নহে। যদিও ভিনদেশের মত আমাদের দেশের কিছু মানুষ এদেরকে পরিবারের সদস্য মনে করে কিন্তু বেশির ভাগের কাছেই ওরা নর্দমার কিট হিসেবে বিবেচিত। যার এত বর্ননা দেওয়ার বৃথা চেষ্টা করলাম সে আর কেউ নয় একটি রাস্তায় রাস্তায় বড় হওয়া এাকি নেরি কুকুর। প্রত্যেক এলাকার মত আমাদের এলাকায় ও কিছু নেরি কুকুর রয়েছে। যাদের প্রতি কখনও আমাদের নজর পরেনা।

কিন্তু একটি কুকুর আমার দৃষ্টি আকর্ষণ করেছে। গল্পের স্বার্থেই কুকুরটির নাম দিলাম রোমিও। বলাবাহুল্ল শেক্‌সপিওর তোমার রোমিওকে এখানে আনিনি এই রোমিও ভারতিয় প্লে বয় থেকে এসেছে এখন মূল কথায় আসি। ..আমাদের এলাকার ছুট্ট ব্রিজের উপর মাঝে মাঝে আমার আড্ডা হয়। আর ঐ ব্রিজের ধারেই কুকুরটিকে দেখা যায়।

ইদানিং লক্ষ করেছি যখনই ঐ ব্রিজের উপর দিয়ে কোন কালো প্রাইভেট কার অথবা কোন কালো টেক্সিকেব যায় তখনই ঐ কুকুরটা প্রচন্ড জোড়ে ঘেউ ঘেউ করতে থাকে আর ঐ গাড়ির পিছনে ছুটতে থাকে। আশ্চর্য বিষয় হচ্ছে শুধুমাত্র কালো প্রাইভেট কার অথবা কালো টেক্সিকেব ছাড়া অন্য কোনো জাড়ির পিছনে যায়না। যেহেতু আমি ঐ ব্রিজের উপর আড্ডা দেই তাই এই জিনিসগুলো আমার নজড়ে পরল। কেন কুকুরটি এমন করে????? একজন বলল মনেহয় কোনো কালো টেক্সি/কার ঐ কুকুর কে ব্যাথা দিয়েছিল তাই ও এমন করে। কিন্তু আমি ভাল করে দেখলাম ঐ কুকুরটা সম্পূর্ণ সুস্থ।

তাহলে কি কারণ হতে পারে?? পড়ে জানলাম ৪ দিন পূর্বে ঐ ব্রিজে একটি কালো প্রাইভেট কারের ধাক্কায় একটি মেয়ে কুকুর মারা গেছে। হুম এখন বোঝলাম আসল রহস্য কি, যে কুকুরটি মারা গিয়েছিল ও এই কুকুরটির প্রেমিকা অথবা বউ ছিল। বাহ্‌ কি প্রেমিক/স্বামী স্তী বিয়োগের প্রতিশুধ নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। (কালো গাড়ির পিছনে দৌড়ায় সত্য কিন্তু কেন দৌড়ায় তা আসলে কারও জানানেই। বাকিটুকু আমার কল্পনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.