আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার মেয়র খোকার দায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তরের সরকারি নীতির কঠোর সমালোচনা করলেন নারায়ণগঞ্জের মেয়র আইভী

ঢাকা সিটি কর্পোরেশন এর মেয়র ও ঢাকা মহানগর বিএনপি'র আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে তার দায়িত্ব থেকে অব্যহতির পর প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী। গতকাল দায়িত্ব গ্রহনের সময় ডা: আইভী বলেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এভাবে চলে যাওয়া ঠিক হয়নি। যেমনভাবে নারায়ণগঞ্জ পৌরসভা থেকে আমার বিদায়টিও ঠিক হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধির নির্বাচিত জনপ্রতিনিধির কাছেই দায়িত্ব হস্তান্তর করা উচিৎ । কোন প্রশাসকের কাছে নয়।

তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল হয় তবে কেন নির্বাচিত জনপ্রতিনিধি প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের করবে? এক দেশে দুই রকম আইন থাকতে পারে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নে তিনি শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকারের নির্বাচনী ইসত্দহারের ভালো দিকগুলোও গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। তিনি শামীম ওসমানের নাম উল্লেখ করে বলেন, সন্ত্রাস, চঁাদাবাজি ভূমিদস্যুতা ত্যাগ করে মানুষের কাতারে আসুন। দায়িত্ব গ্রহনের জন্য পায়ে হেটে নগর ভবনের দিকে রওনা হলে নারায়ণগঞ্জ উৎসবের নগরীতে পরিণত হয়। ডা: আইভীর এ সমালোচনা দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা।

আমাদের দেশের রাজনীতিবিদরা দলের প্রায় সব ভুল সিদ্ধান্ত অকপটে মেনে নেন। কোন প্রতিবাদ করেন না। নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক দলীয় কর্মসূচী পালন করেন। আইভী এ সংস্কৃতির বাইরে এসে মূলত নতুন প্রজন্মের মনোভাবের প্রতিনিধিত্ব করেছেন। নতুন প্রজন্ম দলকানা রাজনীতি চায় না।

রাজনীতিবিদরা আওয়ামী বা বিএনপি মৌলবাদি হয়ে যাক তা চায় না। বরং তারা দলীয় রাজনীতির পাশাপাশি দেশের, জাতীয় স্বার্থের স্বপক্ষে সোচ্চার থাকুক তা-ও চায়। তবে সন্দেহ নেই এখন কেউ কেউ তাকে বিএনপি পন্থি হিসেবে অভিহিত করার চেষ্টা করবে। যদিও আইভী তার বক্তব্যে বিষয়টি ভেঙ্গে দিয়ে বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি নেত্রী আমার কথায় ভুল বুঝবেননা । আমি আওয়ামীলীগে আছি এবং থাকবো।

' অনেকদিন আগে বিএনপি'র এক সংসদ সদস্য সম্ভবত তার নাম ছিলো মেজর (অব আক্তারুম্জ্জামান যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সংসদে বিল আনার জন্য আওয়ামীলীগকে আহ্বান জানিয়ে বলেছিলেন, এ বিলে তিনি সমর্থন জানাবেন। এসব বিবেকের প্রতিধ্বনি। রাজনীতিবিদদের বিবেক জাগ্রত হোক এ প্রত্যাশা করি। # শরীফ উদ্দিন সবুজ ১-১২-২০১১ মোবাইল ফোন: ০১৯১৩৩৯৮২২০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।