আমাদের কথা খুঁজে নিন

   

পাষণ্ড পিতা!

পাষণ্ড এক পিতাকে নিয়ে জার্মানিতে তোলপাড় চলছে। ৬৯ বছর বয়সী ওই পিতার নাম অ্যাডলফ বি। তাকে জার্মানির জোসেফ ফ্রিটজলের সঙ্গে তুলনা করা হচ্ছে। কেউ কেউ তার নামে থু-থু ছিটাচ্ছেন। এর কারণ অ্যাডলফ বি অমানুষের মতো নিজের কন্যাকে ৩৪ বছর যাবৎ ধর্ষণ করেছে।

এর ফলে ওই কন্যা তিনটি সন্তানের মা হয়েছেন। এতটা সময় অ্যাডলফ বি তার পুরো পরিবারকে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। সব ঘটনা ঘটিয়েছে অস্ট্রেলিয়ায় তার বাড়ির মাটির নিচে অন্ধকার বাঙ্কারে। সেখানে দিনের পর দিন সে তার মেয়ের সঙ্গে এ অনৈতিক সম্পর্ক গড়েছে। অ্যাডলফ বি’র রয়েছে স্ত্রী, সন্তান।

কিন্তু দীর্ঘদিন সে মাটির নিচে প্রকোষ্ঠে আটকিয়ে তাদের মুখ বন্ধ রেখেছে। যে মেয়ের সঙ্গে সে এই সম্পর্ক গড়েছে তার এখন বয়স ৪৬ বছর। এ ঘটনা এক পর্যায়ে চলে যায় পুলিশের কানে। পুলিশ জার্মানির উইলমার্সব্যাচ গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করে ওই পরিবারের সবাইকে। এ সময় অ্যাডলফ বি’র ওই মেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন, তার বয়স যখন ১২ বছর তখন থেকেই তার পিতা তাকে ধর্ষণ শুরু করে।

তা অব্যাহত থাকে গত ৩৪টি বছর। তিনি মা, ভাই-বোনের সঙ্গে ওই একই বাড়িতে অবস্থান করতেন। সেখানে পরিবারের সবাইকে প্রহার করা হতো। তাদের ভয় দেখানো হতো। নুরেমবার্গ-ফুর্ট আঞ্চলিক আদালতে এক প্রসিকিউটর বলেছেন, অ্যাডলফ বি’র ওই কন্যা তার পিতার কারণে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।

তার মধ্যে একটি সন্তান শৈশবেই মারা গিয়েছে। অন্য একটি সন্তান সমপ্রতি মারা গিয়েছে। তৃতীয় সন্তানটি এখনও বেঁচে আছে। এসব অভিযোগে গতকাল জার্মানির স্থানীয় সময় সকালে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয় অ্যাডলফ বি’কে। এ সময় তার আইনজীবী আদালতকে বলেন, তার কন্যা পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে।

কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়েছে তা ছিল দু’জনের সমঝোতার ভিত্তিতে। জার্মানির আইন অনুযায়ী অ্যাডলফ বি যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে জেল অথবা জরিমানা করা হতে পারে। এ বিচার চলবে আগামী ৬ দিন। এ সময়ে ২৪ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয়া হবে। মানবজমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.