আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ফ্রিল্যান্সার হই , পার্ট - ০৩ ।

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ। আসুন ফ্রিল্যান্সার হই। আসুন ফ্রিল্যান্সার হই , পার্ট - ০২ গতদিনে পোষ্টে দুটো বিষয় বাদ পড়ে গেছে, সেটা হল : ১. Email Response Handling ২. Other - Administrative Support ডাটা এন্ট্রিতে এই দুটো কাজ কম আসে। আর খুবই সহজ কাজ দুটি।

নতুন করে বিশেষ কিছু বলার নেই (কারন সবই আপনারা জানেন) । তবুও একটু মনে করিয়ে দেই। Email Response Handling কাজের জন্য আপনাকে ইমেল সম্পর্কিত ভালো জ্ঞান থাকা লাগবে। বিশেষ করে ইমেল পাঠানো। ইমেল পাঠাতে কোন যোগ্যতা লাগে না , তাইতো? আমার মতে একটু লাগে।

সাধারন ইমেল হলে কোন সমস্যা নেই তবে এইচ টি এম এল ইমেল হলে একটু সমস্যা হয়। html ইমেল গুলো সাধারন ভাবে পাঠানো যায় না। যদি পাঠান, তাহলে এটা গ্রাহকের কাছে html কোড হিসাবে যাবে। যা ইমেল পাঠানের উদ্দেশ্য ব্যাহত হবে। html ইমেল পাঠাতে বেসিক মোডে ইমেল অন করে নিতে হয়।

অনেক প্রোভাইডাররা আলাদা html মোড দিয়ে দেয়। যারা দেয় না তাদেরটা ব্যাসিক মোডে অন করতে হয়। এটা অন্য ভাবেও করা যায়। আপনার আউট লুক এক্সেপ্রেস দিয়েও করতে পারেন। ওটা শুধু কনফিগার করে নিতে হবে।

সাধারনত বিভিন্ন ইমেলের উত্তরে বায়ারের দেওয়া ইমেল টেমপ্লেটটা পাঠাতে হয় (ইমেল এড্রেস সাধারনত বায়ার দেন)। একটা ইমেল পাঠাতে আপনার অনলি ১ মিনিট লাগতে পারে। তবে প্রথম অবস্থায় সময় লাগবে। Other - Administrative Support সাধারনত বিভিন্ন কাজের সমষ্টি। যেমন , ক্যাপচা এন্ট্রি , কপি পেষ্ট, ইত্যাদি।

ক্যাপচা এন্ট্রি হল একধরনের আকা বাকা সিকুরিটি লেখা যা হুবহু টাইপ করতে হয়। সাধারনত কোথাও কোন একাউন্ট করতে গেলে এই ধরনের আকা বাকা লেখা দেখা যায়। আশা করি এখন সবাই ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন। আর সাহায্য করার জন্য গুগল সহ আমার মত অনেকই প্রস্তুত আছেন। ভারতের মত আমরাও যদি এই ফ্রিল্যান্সিং সেক্টোরে আসি, তাহলে আমরাও বেকাকত্বের হাত থেকে রক্ষা পাবো।

গত বছর আমাদের দেশ ৭০ লাখ ডলার এই সেক্টর থেকে আয় করেছে (২০১০ সালে)। আশা করা যাচ্ছে এ বছর আরো বেশি আয় করা সম্ভব হবে। এখনও চিন্তা করছেন , কি করবেন? কিসের এত জড়তা আপনার? এখানে আপনার হারানোর কি আছে ? আছে শুধু প্রাপ্তির । আর দেশের মুখ উজ্জল করা। কেন বেকারত্বর অভিশাপ নিয়ে বসে থাকবেন? আব্বার ঘাড়ে আর কতদিন চেপে বসে থাকবেন? এখন সময় হয়েছে কিছু করে দেখানোর।

আপনার হাতের জাদু দেখান। জন্মসুত্রে কেউ প্রতিভাবান বা সাফল্যবান হতে পারে না। নিজেকে তৈরি করে নিতে হয়। জন্মের সময় আমরা কোটি কোটি টাকা মুল্যের ব্রেন নিয়ে জন্মগ্রহন করি। এটা বিশ্বের সবচেরয় দামি কম্পিউটার।

আমরা কেন এটার ব্যবহার করব না? সাধারন একটা জিনিস চিন্তা করেন, এক খন্ড লোহা ফেলে রাখলে কি হয়? মরিচা ধরে, নষ্ট হয়। কিন্তু ওটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কি হয় বলেন তো? চকচক করে। আপনার হাতের কিবোডের দিতে তাকান। কি দেখছেন? কিছু কি খুবই চকচকে। আর কিছু কি মলিন।

বলেনতো কেন? ঐ একই উত্তর, ব্যবহার। আসুন সমস্ত জডতা ভুলে কাজে হাত লাগাই। আসুন ভয়কে জয় করি। হিসাব করে দেখুন তো সারাদিন কত সময় নষ্ট করছেন? প্রথম দিকে ২ ঘন্টা করে এই কাজে সময় দিন। যদি ভালো লাগে তাহলে লেগে থাকেন।

না লাগলেতো পুরাতন রাস্তা খোলাই থাকছে। এখনও চিন্তা করছেন? গতদিন ডিসকোভারীতে বেয়ার গ্রীল একটা কথা বলেছিলেন, যখন মনে হয় আমি এ কাজ করতে পারব না তখন বার বার মনে মনে বলতে হয় " আমি অবশ্যই এটা পারব। আমি অবশ্যই এটা পারব। " দেখবেন কাজটা সফল হয়েছে। অচেনা লোককে কেউই কাজ দিতে চায় না।

এজন্য প্রথম অবস্থায় কাজ পাওয়া কঠিন। কিন্তু মাত্র এক মাস লেগে থাকেন , সবাই আপনাকে (আপনার নাম) চিনে ফেলবে। তার পর কাজ পাবেন। আমার কাথা একবার পবীক্ষা করে দেখুন। আমার কথা এখন অবিশ্বাস্য মনে হচ্ছে? যখন আপনি সফল হবেন , তখন এই অধমকে আপনার মনেও থাকবে না।

যাই হোক, সব কথার মদ্দা কথা হচ্ছে লেগে থাকতে হবে। নইলে কিছুই হবে না। অন্তত এক বার আমার কথা শুনে এই লাইনে আসুন। নিজের বেকারত্ব গোছান। আসুন ফ্রিল্যান্সার হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.