আমাদের কথা খুঁজে নিন

   

'মেঘে ঢাকা তারা' তোদের মত যারা আছে, শোনে রাখ তারা..

'মেঘে ঢাকা তারা' নামে এক পাক ভক্ত কিছুক্ষন আগে জাফর ইকবালের মত যাদের পাকিস্তান ভীতি আছে! এই নামে একটি পোষ্ট দিয়েছে। এখানে জাফর ইকবাল আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে দেশপ্রেম। ঐ বদমাইশের কথা মতো পাকিস্থান ভালো খেলে তাই আমাগো জান-জীবন বাজি রাইখা ফাকিস্থান করতে হইব। ওর কথার সূত্র ধরেই আমি ওকে কয়েকটি প্রশ্ন করতে চাই? জনাব ফাক-বন্ধু... আচ্ছা ভারত যখন অষ্ট্রেলিয়ার সাথে খেলে তখন কি কোন ভারতীয়কে দেখেছেন অষ্ট্রেলিয়াকে সাপোর্ট করতে? ওরা তো ভারতীয়দের থেকে অনেক বেশী সময় ভালো খেলেছে বা খেলত.. আপনি কি আপনার কোন পাকি বন্ধুকে দেখেছেন তাদের সাথে খেলা হলে তাদের থেকেও ভালো খেলে এমন দলের সাপোর্ট করতে... যেদিন বাংলাদেশ পাকিদের বিরুদ্ধে খেলে জয় পেয়েছিল সেদিন তোমাদের মত কুলাঙ্গাররা নিশ্চয় কষ্ট পেয়েছিল কারন তোমরা তো ধরেই নিয়েছিলে বরাবরের মত পাকিরা জিতবে কারন ওরা ভালো খেলে তাই সাপোর্টও করেছিলে ওদেরকে।

কিন্তু দেখলে তোমার সাপোর্ট করা টিম হেরে বসে আছে.... আর সবশেষে, দেশের মাটিতে পাকি কুলাঙ্গারদের কথা মতো তো আইসিসিতে সর্বশেষ র্যাং কিং(ranking) এ যারা আছে তারা কোনদিন নিজের দেশের সাপোর্ট করতে পারব না কারন সবাই তাদের থেকে ভালো খেলে.. ওদের কথা মতো তো যারা ভালো খেলে শুধু তাদেরই সাপোর্ট করতে হবে। মেঘে ঢাকা তারা' তোদের মত যারা আছে শোনে রাখ তারা... নিজের মা কালো হলে কেউ সুন্দরমত কাউকে গিয়ে মা ডাকে না... নিজের সন্তান পঙ্গু হলে কেউ তাকে ফেলে দিয়ে ভালো দেখে, সুন্দর দেখে অন্যকারো সন্তান কে নিজের করে নেয় না.... শোন, (পাকি-বন্ধু) তোদের সন্তান যদি কোনদিন ভালো খেলোয়ার হয় তখন কিন্তু সে এই দেশের হয়েই খেলবে, তোর সন্তানকে পাকিস্থানি টিমে নেয়া হবে না। একটা লাইন মনে রাখবি, "নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা"। আমি কি ভাবি..? এই সাকিবরে, তামিমরে, মুশফিকরে আমি দিনে চৌদ্দবার গালিগালাজ করি তাদের পারফরমেনর্স এর জন্য। আমরা অনেকে হতাশ হয়ে ব্লগে তাদের নামে অনেক কিছু লিখি।

কিন্তু তারমানে পাকিবন্ধুরা তোমরা এটা ভেবে বসো না যে আমরা ওদের ভালোবাসি না। ভালবাসি তাই ভালো করতে না পারলে গালমন্দ করি, ঠিক যেমনটা করে মা তার সন্তানের সাথে। আর যাই হোক এই সাকিব, তামিম আর মুশফিকরাই তো আমাদের ভাই, আমাদের পতাকা বহন করে। কাল তো এই দলে আমার নিজের ভাই আমার নিজের ছেলেও যোগ দিতে পারে। তখন কি গর্বে আমার বুকটা ভরে ওঠবে না, তখন কি আমি পারব অন্য দল করতে..? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.