আমাদের কথা খুঁজে নিন

   

মেঘে মেঘে যায় বেলা

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো... মেঘে মেঘে বেলা কেটে যায় শুনে শুনে অবেলার ডাক, বৃষ্টিজলে ভিজে ভিজে একাকার অচেনা পাখির ঝাক। জানলার ফাঁক গলে চলে আসা পথ ভোলা বাতাসে তোরে আজ খুজে বেড়াই, মিছেমিছি ভালোবেসে... জানি তোর মনজুড়ে একটুও নেই আমি, পারিনা তবু ছাড়তে- তোরে চাওয়ার পাগলামি। যাবে দিন যাবে রাত, আমাকে ভুলে যাবি তুই খুব মনে চায় আজকে আবার বুকে টেনে তোরে ছুঁই। মেঘে মেঘে বেলা কেটে যায় রেখে যায় তোর ডাকনাম একটুও তুই দিলিনা রে সাড়া, কতো ভাবে ডাকলাম। এমনও হয় ভালোবাসা- দেয় জাগিয়ে আহাজারি ভালোবাসা ভালো খুব, ভালো নয় বাড়াবাড়ি...  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.